৬ মাস পর এমন একটা ডিগবাজি দিলাম : জায়েদ খান

জায়েদ খান

বিনোদন ডেস্ক : বিভিন্ন ইস্যু নিয়ে সারা বছরই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। তাকে ঘিরে মানুষের আগ্রহটাও বেশি। আর এই নায়কও চান দর্শকদের বাড়তি কিছু দিতে। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই তিনি গেয়েছিলেন ‘ওরে নীল দরিয়া’ গানটি। এবার ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক বসলেন বিচারকের আসনে।

জায়েদ খান

গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ সিজন ৩-এর ফাইনাল রাউন্ডে তিনি দায়িত্ব পেয়েছিলেন সেরা সুদর্শন পুরুষ ও নারী খোঁজে বের করার। আর এ মঞ্চেই অন্যদের অনুপ্রাণিত করতে দিলেন সাইড ডিগবাজি। দৌড়ে গিয়ে দু’হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি এবং সফলভাবে নাচটাও শেষ করেছেন। নায়কের এমন ‘কীর্তি’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমগুলোতে।

বরাবরের মতো এবারও ইতিবাচক জায়েদ খান। তার কথা, ‘আমি তো স্পোর্টসম্যান। এছাড়া জিমও করি। সেই হিসেবেই মনে হলো র‌্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই। প্রায় ৬ মাস পর এমন একটা ডিগবাজি দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল সেটা আমারই “অন্তর জ্বালা” সিনেমার একটি গান।’

জায়েদ জানান, শরীর ঝরঝরে রাখতে শত ব্যস্ততার মাঝেও নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর তারই ফল দেখা গেল, ওদিনের অনুষ্ঠানে।

ছবি তুলতে গেলেই বন্ধ হয়ে যায় ক্যামেরা, এটাই নাকি বিশ্বের সবচেয়ে ‘ভুতুড়ে পুতুল’

উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল মালেক আফসারী পরিচালিত সিনেমা ‘অন্তর জ্বালা’। এতে জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমাতে ‘ছোট ছোট কিছু আশা/ জমেছে এ মনে/ চুপি চুপি ভালোবাসা/ এসেছে জীবনে’ কথার এই গানটি কণ্ঠ দেন এস আই টুটুল ও ন্যানসি।