বাজেটের মধ্যে দুর্দান্ত ক্যামেরায় ৬ স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোনের নানান ব্যবহারের মধ্যে ছবি তোলা এবং ভিডিও করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এটি কেনার সময় কোন ব্র্যান্ডের মোবাইল ফোনের ক্যামেরায় কত ভালো ছবি ওঠে, পিক্সেল কত, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা কেমন, ভিডিও কেমন হয়—এসব বিষয় অবধারিতভাবে উঠে আসে। তবে জেনে রাখা ভালো, ক্যামেরাসহ স্মার্টফোনের দাম কিছুটা বেশি। ক্যামেরা ও স্মার্টফোন—এই দুয়ের দামের সমন্বয়ে মধ্যবিত্তের বাজেটের মধ্যে ভালো ক্যামেরার সেরা কয়েকটি স্মার্টফোন এখন বাজারে পাওয়া যাচ্ছে।

রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি
এই মোবাইল ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলো হলো এফ/১.৯ অ্যাপারচারসহ ১০৮ মেগাপিক্সেল স্যামসাং এইচএম২ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে ৬৭ ওয়াট দ্রুত চার্জিং ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর দাম প্রায় ২৫ হাজার টাকা।

পোকো এক্স৫ প্রো ৫জি
এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ছাড়াও আছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এ ছাড়া ফোনের ডিসপ্লের ওপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর। আছে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের দ্রুত চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচার। টাইপ-সি ইউএসবি পোর্ট ব্যবহার করতে হবে চার্জ দেওয়ার জন্য। ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.১ কানেকটিভিটি রয়েছে এই মোবাইল ফোনে। দাম প্রায় ৩২ হাজার টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি
স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এতে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য মোবাইল ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। সেন্সর হিসেবে আছে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ আছে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। ধুলা ও পানি প্রতিরোধের জন্য আইপি৬৭ রেটিং পাওয়া এ মোবাইল ফোনের দাম প্রায় ৫৫ হাজার টাকা।

ওয়ানপ্লাস ৯ ৫জি
অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে ওয়ানপ্লাস৯ ৫জি মোবাইলে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেনওএস ১১ ভার্সনে চালিত। এর ট্রিপল ক্যামেরা সেটআপে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ওয়ানপ্লাস ফোনে ৪৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। দাম পড়বে প্রায় ৪৭ হাজার টাকা।

ভিভো ভি২৫ ৫জি
ভিভো ভি২৫ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে আছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ডিসপ্লের ওপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেন্সর। ভালো পারফরম্যান্সের জন্য আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০ চিপ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে থাকায় এই ফোনে আপনি ভিডিও দেখেও মজা পাবেন। ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এতে। এর ব্যাক প্যানেলের রং বদলে যাবে সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে। এর দাম প্রায় ৪৮ হাজার টাকা।

অপো রেনো ৮টি ৫জি
১০৮ মেগাপিক্সেল প্রাথমিক লেন্স, ২ মেগাপিক্সেল মাইক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে অপো রেনো ৮টি ৫জি মোবাইল ফোনে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটিতে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি। এর দাম প্রায় ৪০ হাজার টাকা।

সূত্র: টেক অ্যাডভাইজার, ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড

১০ হাজার টাকারও কমে লঞ্চ হল নকিয়ার নতুন স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরার সঙ্গে দারুন ফিচার