বিনোদন ডেস্ক : তামিল অভিনেতা বিজয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভারিসু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে চলেছে। ভামসি পাইরিপাল্লি পরিচালিত সিনেমাটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ২১৩ কোটি রুপি আয় করে নিয়েছে।
‘ভারিসু’ নির্মাতারা বুধবার টুইটারে সিনেমাটির ব্যবসার বিষয়টি নিশ্চিত করে একটি পোস্টার উন্মোচন করেছেন। বাণিজ্য সূত্র অনুসারে, এটি বিজয়ের ২০০ কোটি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র।
‘ভারিসু’ বিজয়ের প্রথম তেলুগু চলচ্চিত্র। এই প্রথমবার তেলেগু ইন্ডাস্ট্রি থেকে চলচ্চিত্র মুক্তি দিলেন বিজয়। তেলেগুর সঙ্গে তামিল সংস্করনও মুক্তি পেয়েছে। ভারিসু ছাড়াও বিজয়ের অন্যান্য ২০০ কোটি আয় করা চলচ্চিত্রগুলো হল মেরসাল, সরকার, বিগিল, মাস্টার এবং বিস্ট।
পোঙ্গল উৎসব উপলক্ষে অজিতের ‘থুনিভু’র পাশাপাশি একইদিনে মুক্তি পেয়েছে বিজয়ের ভারিসু। দুটি সিনেমাই গত বুধবার (১১ জানুয়ারি) তামিলনাড়ুতে সমান সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে। প্রথম দিনের আয়ে অজিতের ‘থুনিভু’ এগিয়ে থাকলেও সপ্তাহ শেষে বিজয়ের ‘ভারিসু’ ভারত এবং বিশ্বব্যাপী আয়ে এগিয়ে গেছে। এক সপ্তাহে ভারতে ১৪২ কোটি ও বিশ্বব্যাপী ৭১ কোটি রুপি আয় করে ভারিসু।
বিজয় অভিনীত ভারিসু’তে আরো অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না, আর. শরৎকুমার, প্রভু, জয়সুধা, প্রকাশ রাজ, শ্রীকান্ত প্রমুখ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।