বিনোদন ডেস্ক : দীর্ঘ ৬ বছরের লম্বা বিরতি ভেঙ্গে আবারও চলচ্চিত্রে কাজ করতে চলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাঁথা নিয়ে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘ফুটবল ৭১’। এটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ইরফান সাজ্জাদ।
নতুন সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে ইরফান সাজ্জাদ বলেন, ‘বিরতির এ সময়টা অনেক সিনেমারই প্রস্তাব পেয়েছি তবে, সেগুলো মনের মতো না। চাচ্ছিলাম এমন একটা সিনেমা করব যেটা একটু হলেও প্রভাব ফেলবে। এটি তেমনই একটি গল্প। সবকিছু শুনে মনে হলো এ কাজটি করা যায়। দারুণ কিছু একটা হতে যাচ্ছে।’
অভিনেতা জানান, আগামী ২৯ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে এবং চলতি বছরের শেষ দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে সিনেমাটি অনুদান পাওয়া এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, খায়রুল বাসার প্রমুখ।
ইরফান সাজ্জাদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘ভালোবাসা এমনই হয়’। এটি ২০১৪ সালে শুটিং শুরু হলেও মুক্তি পায় ২০১৭ সালে। পরিচালনায় ছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এই সিনেমার পর তাকে আর বড় পর্দায় দেখা যায় নি। নিয়মিত নাটকে কাজ করেছেন। তবে অপেক্ষা ঘুচিয়ে নতুন সিনেমায় নাম লেখালেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।