৬০ কোটির ছবি, ৯ দিনে আয় করল কত?

বিনোদন ডেস্ক : ভারতীয় বক্স অফিসে যে শুরুর দিন থেকেই তাণ্ডব চালাচ্ছে ‘স্ত্রী ২’, এটা কারো অজানা নয়। তবে এতো কম বাজেটের ছবি মাত্র ৯ দিনে যে তিনশো কোটির মাইলফলক স্পর্শ করবে, সেটা কি কেউ জানতো?

এমন পূর্ভাবাস অবশ্য ট্রেড অ্যানালিস্টদের কেউ কেউ আগেই দিয়েছিলেন। ছবির ট্রেলার প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন, ছবিটি অন্তত ৫০০ কোটি রুপি আয় করতে পারে! এর পেছনে অবশ্য ২০১৮ সালে নির্মিত ‘স্ত্রী’র সফলতাকেই সাঙ্গ করেছিলেন।

ভারতীয় বক্স অফিসের মতে, মুক্তির ৯ দিনেই শুধু ভারতে ছবিটি আয় করেছে ৩০২ কোটি রুপি। বিশ্বব্যাপী ছবিটির আয় সব মিলিয়ে সোয়া চারশো কোটি রুপি! এটিকে এযাবৎকালের হিন্দি সিনেমায় অন্যতম মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কারণ ছবিটির সাকল্যে বাজেট মাত্র ৬০ কোটি রুপি!

অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন রঞ্জিত: শ্রীলেখা

স্ত্রী ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও। অন্যান্য ভূমিকায় পঙ্কজ কুমার ত্রিপাঠী এবং অপরশক্তি খুরানাকে দেখা গেছে। কমেডি হরর ঘরানার ছবিটি মুক্তির দিনেই ৫১.৮ কোটি টাকা আয় করে। মুক্তির নবম দিন ছিলো শুক্রবার (২৩ আগস্ট), এদিনও ছবিটি আয় করে ১৫ কোটি ২৮ লাখ রুপি!