ট্রেনের টিকিটের ৬০% অনলাইনে বিক্রি

ট্রেনের টিকিট

জুমবাংলা ডেস্ক : আন্তঃনগর ট্রেনের ৬০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে ২০২৩ সালে। গত বছর মোট তিন কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৪৩টি টিকিট বিক্রি করেছে রেলওয়ে। এর ৬০ শতাংশ দু্ই কোটি ৭ লাখ ২০ হাজার ৭৯৯টি টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। বাকি এক কোটি ৩৬ লাখ ৮২ হাজার ২৪৪টি টিকিট বিক্রি হয়েছে কাউন্টার থেকে। ২০২২ সালে ৩৮ শতাংশ টিকিট বিক্রি হয়েছিল অনলাইনে।

ট্রেনের টিকিট

আজ বুধবার রেলভবনে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেনের টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের সভা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। গত ২৫ জানুয়ারি এক হাজার ২০০ টিকিটসহ কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবি করে র‌্যাব। চলতি মাসেই জাল টিকিট বিক্রির অভিযোগ উঠে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ঊর্দ্ধতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন নতুন রেলমন্ত্রী।

২০২২ সালের মার্চ থেকে আরও দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে (জেভি) ট্রেনের টিকিট বিক্রি করছে সহজ ডট কম। রেলওয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে ২০ কোটি টিকিট বিক্রি করবে প্রতিষ্ঠানগুলো। এর ৪০ শতাংশ অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে বিক্রির কথা কথা।

কাউন্টার থেকে বিক্রি প্রতি টিকিটের জন্য ২৫ পয়সা পায় সহজ। অনলাইনে বিক্রি হওয়া প্রতি টিকিটের জন্য যাত্রী বাড়তি ২০ টাকা সার্ভিস চার্জ দেন। এর সাড়ে ৬ টাকা পায় সহজ। সাড়ে ৬ টাকা পায় যে ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে দাম পরিশোধ করা হয়, সেই প্রতিষ্ঠান। ৩ টাকা ভ্যাট পায় সরকার। বাকি ৪ টাকা রেলওয়ে কল্যাণ ট্রাস্টের।

গত বছরের মার্চে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সিদ্ধান্তে অনলাইন এবং কাউন্টার কোটা উঠে যায়। এতে অনলাইনে টিকিট বিক্রি বেড়েছে। বেড়েছে অপারেটরের আয়। ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দুই কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৯৬০টি টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে বিক্রি হয়েছে ৯৬ লাখ ৯৯ হাজার ৭৮৯ টিকিট। বাকি ৬২ শতাংশ বিক্রি হয় কাউন্টার থেকে। গত মার্চে কোটা উঠার পর অনলাইনে দ্বিগুণের বেশি টিকিট বিক্রি হয়েছে।

রেলমন্ত্রী সভায় বলেছেন, সম্প্রতি রেলে টিকিট কালোবাজারি, ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং ট্রেনে আগুনের ঘটনা ঘটছে। এসব যাতে আর যাতে না ঘটে, সবাইকে সজাগ থাকতে হবে। কালোবাজারি এবং সৈয়দপুর ডিপোতে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা মালামাল চুরিতে যারা জড়িত, তারা তাদের প্রতিহত করার সব ব্যবস্থা নেওয়া হবে।