ভারতের বাজারে রিয়েলমি তাদের ‘পি3’ সিরিজের অধীনে পঞ্চম স্মার্টফোন লঞ্চ করেছে। আগে এই সিরিজের অধীনে realme P3, P3x, P3 Pro G এবং P3 Ultra 5G ও realme P3 Lite 5G স্মার্টফোনগুলি ভারতে পেশ করা হয়েছিল। এই লো বাজেট স্মার্টফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 10,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
ভারতে আগামী 22 সেপ্টেম্বর থেকে realme P3 Lite 5G স্মার্টফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। লঞ্চ অফার হিসাবে স্মার্টফোনটি 1,000 টাকার ডিসকাউন্ট সহ মাত্র 9,499 টাকা দামে কেনা যাবে।
এই স্মার্টফোনটি Purple Blossom, Midnight Lily এবং Lily White কালার অপশনে লঞ্চ করা হয়েছে। realme P3 Lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং realme UI 6.0 অপারেটিং সিসেম সহ পেশ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য realme P3 Lite 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Mediatek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এক বছরের পুরনো Dimensity 6300 প্রসেসরের জন্য রিয়েলমি ফ্যানরা নিরাশ হতে পারে। একই প্রসেসর সহ itel Zeno 5G স্মার্টফোনটি 9,299 টাকা এবং iQOO Z10 Lite 5G স্মার্টফোনটি 9,999 টাকা দামে পেশ করা হয়েছিল।
realme P3 Lite 5G স্মার্টফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 625nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
স্ক্রিন সাইজ এবং রিফ্রেশ রেট একদিকে যেমন ডিসপ্লেটিকে সুন্দর করে তোলে, তেমনই লো লেভেল ব্রাইটনেসের কারণে আউটডোর ব্যাবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
ফটোগ্রাফির জন্য Realme P3 Lite স্মার্টফোনে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, একইভাবে ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্স IP64 রেটিং, মিলিটারি গ্রেড MIL-STD 810H সার্টিফিকেশনের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme P3 Lite 5G স্মার্টফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45W ফাস্ট চার্জিং সহ 5W Reverse চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 14 ঘন্টা পর্যন্ত YoutTube ব্যাবহার করা যাবে। একইসঙ্গে 4 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
যাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ, অথচ বাজেটও কম তাঁরা Realme P3 Lite ফোনটি কিনতে পারেন। 6,500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টের দৌলতে এই ফোনটি বাজেট ক্যাটাগরির বেস্ট ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোনের লিস্টে স্থান করে নিয়েছে। তবে ফাস্ট প্রসেসিং স্মার্টফোন প্রয়োজন হলে এই ফোনটি কিছুটা নিরাশ করতে পারে।
অন্যদিকে একই প্রাইস রেঞ্জে বাজারে OPPO K13x 5G স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি এবং iQOO Z10x 5G স্মার্টফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইভাবে OPPO স্মার্টফোনটিতে realme P3 Lite স্মার্টফোনের মতো ডায়মেনসিটি 6300 প্রসেসর এবং iQOO স্মার্টফোনে অ্যাডভান্স এবং ফাস্ট ডায়মেনসিটি 7300 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনগুলির দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকা রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।