বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই এপ্রিল মাসে মোটোরোলা ফ্যানদের জন্য একের পর এক খুশির খবর এসেই চলেছে। কোম্পানি ভারতে তাদের ‘এজ’ সিরিজের দুটি Motorola Edge 60 Fusion এবং Edge 60 Stylus স্মার্টফোন লঞ্চ করেছে। অন্যদিকে 30 এপ্রিল তৃতীয় Edge 60 Pro ফোনটি ভারতে পেশ করা হবে। ভারতীয় বাজারে Edge 60 Pro ফোনটি লঞ্চের আগেই গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 12GB RAM এবং Dimensity 8350 Extreme প্রসেসর, 50MP Selfie Camera এবং শক্তিশালী 6,000mAh Battery দেওয়া হয়েছে।
Motorola Edge 60 Pro এর ক্যামের
ফটোগ্রাফির জন্য Edge 60 Pro 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট ও OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT700C মেইন সেন্সর এবং এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Ultra wide + Macro সেন্সর এবং সহ 10 মেগাপিক্সেল telephoto সেন্সর দেওয়া হয়েছে।
একইভাবে Edge 60 Pro ফোনটিতে 10 মেগাপিক্সেল 50x Super Zoom ফিচার দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Motorola Edge 60 Pro এর স্পেসিফিকেশন
6.7″ 1.5K pOLED Display
MediaTek Dimensity 8350 Extreme
12GB RAM + 256GB Storage
50MP Rear Camera
50MP Selfie Camera
6,000mAh Battery
90W TurboPower
ডিসপ্লে
Motorola Edge 60 Pro ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি কোয়াড-কার্ভ স্টাইল সহ পাঞ্চ-হোল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
Motorola Edge 60 Pro ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 এক্সট্রিম অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। গ্রাফিক্সের জন্য Mali-G615 MC6 GPU দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Pro ফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90 ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 6 মিনিট চার্জ করলে পুরো দিন ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটিতে 15W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
অন্যান্য ফিচার
Motorola Edge 60 Pro ফোনটি মজবুতির জন্য MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP68+IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে NFC সহ Bluetooth 5.4 এবং Wi-Fi 6E সাপোর্ট করে। এই ফোনের ইউজারদের কাজকে আরও সহজ করার জন্য Moto AI ফিচার যোগ করা হয়েছে।
Motorola Edge 60 Pro এর দাম (গ্লোবাল)
গ্লোবাল বাজারে Motorola Edge 60 Pro ফোনটি 8GB এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে সবচেয়ে বড় 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম €699 ইউরো অর্থাৎ প্রায় 67 হাজার টাকা রাখা হয়েছে। 30 এপ্রিল ভারতে ফোনটি লঞ্চ করা হবে, তবে এখানে ফোনটি 30 হাজার টাকা দামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি গ্লোবাল বাজারে Motorola Edge 60 Pro ফোনটি Sparkling Grape, Shadow Green এবং Dazzling Blue মতো কালার অপশনে সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।