জুমবাংলা ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭২ কোটি ৫৭ লাখ টাকা।
৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ টাকা ১৭ পয়সা। সেই হিসাবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির লোকসান হয়েছে ৬০৬ কোটি ৯৪ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগের বছর ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা। যাতে লোকসানের পরিমাণ ছিল ২০৬ কোটি ২৪ লাখ টাকা।
২০১৯ সাল থেকে ক্রমাগত লোকসানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। যে লোকসানে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ০৩ পয়সায়।
এই দুরাবস্থার কারণ হিসেবে ঋণ খেলাপি হওয়ায় অতিরিক্ত সঞ্চিতি গঠন, নন-পারফর্মিং লোন খারাপ অবস্থার কারণে সঞ্চিতি বৃদ্ধি, সুদজনিত আয় কমে আসা ও শেয়ারবাজারের মন্দায় ব্রোকারেজ কমিশন আয় হ্রাসকে উল্লেখ করেছে ইউনিয়ন ক্যাপিটাল কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।