৬১-র যুবক প্রসেনজিৎ এই বয়সেও উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন

প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : আইকনিক সিনেমা ‛চাঁদনী’ এর টাইটেল ট্র্যাকে কোমর দোলালেন প্রসেনজিৎ-পূজা। প্রসেনজিৎকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বয়স তার ষাটের উর্ধে। কিন্তু তারপরেও নিজের ফিটনেস ও গ্ল্যামার দিয়ে হাঁটুর বয়সী নায়কদের বলে বলে গোল দেন। আর এবার হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্সে মাতলেন বুম্বাদা। দুজনের কেমিস্ট্রি দেখলে বোঝাদায় যে কে কোন সময়কার।

প্রসেনজিৎ

বাংলা চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি। বর্তমানে পূজা মুম্বাই নিবাসী। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তার বেশ ভালোই ভাব। আর তাইতো মাঝেমধ্যেই তার দেখা মেলে কলকাতায়। বর্তমানে তাকে বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে অতিথি বিচারকের আসনে দেখা যাচ্ছে। বঙ্গ তনয়া মৌনীর জায়গায় এখন দেখা যাচ্ছে পূজাকে।

সম্প্রতি পূজা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যা দেখে শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়।তবে প্রসেনজিৎ-এর সঙ্গে রিল বানানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পূজা। ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, স্বপ্নপূরণ, ধন্যবাদ প্রসেনজিৎ এতটা ধৈর্য্য রাখার জন্য, আর দয়ালু হওয়ার জন্য।

এই ভিডিও পোস্টের পর পূজার কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। একজন লেখেন, কী করে বুম্বাদা এখনও যৌবন ধরে রেখেছেন। দেখলে তো ৩০-এর বেশি বয়স মনে হয় না তাকে। অপর একজন লেখেন, শুধু সুইৎজারল্যান্ডের অভাব। মন্তব্য করা থেকে বিরত থাকলেন না পূজার স্বামী কুণালও।

ভিজে শাড়িতে হট লুকে মোনালিসা, তুমুল ভাইরাল ছবি

তিনিও এই পোস্টের কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি আঁকলেন। একজন লিখেছেন সেক্সী লাগছে বুম্বাদাকে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই নাচের ভিডিও। এবার আগামীদিনে পূজা ও প্রসেনজিৎকে পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা শুরু করেছে দর্শকরা।