বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ডিজিটাল লেজার থেকে হ্যাকাররা ৬০০ মিলিয়ন ডলার বা পাঁচ হাজার কোটি টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। ডিজিটাল লেজারটি ব্যবহার করতেন জনপ্রিয় অনলাইন গেম এক্সি ইনফিনিটির খেলোয়াড়রা। চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সির মধ্যে রয়েছে ইথেরিয়াম ও ইউএসডিসি। ২৩ মার্চ চুরির সময় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৫৪৫ মিলিয়ন ডলার।
তবে মঙ্গলবার দাম বেড়ে গেলে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬১৫ মিলিয়ন ডলার। ক্রিপ্টো দুনিয়ায় এটাই সবচেয়ে বড় লুটের ঘটনা।
ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি (ডিএলটি) বা ডিজিটাল লেজার হলো একটি ডিজিটাল সিস্টেম। সেখানে ডিজিটাল লেনদেনের রেকর্ড থাকে। হ্যাকাররা ইথেরিয়াম কম্পিটেবল ব্লকচেইন রোনিন নেটওয়ার্কে অনুপ্রবেশ করে। এই নেটওয়ার্ক তৈরি করে এক্সি ইনফিনিটির পাবলিশার স্কাই মারভিস।
রোনিন নেটওয়ার্ক জানিয়েছে, ‘তদন্ত চলছে ডিজিটাল ফান্ড থেকে অর্থ বের করার প্রাইভেট ‘চাবি’ হ্যাকারদের কাছেই আছে। এক ব্যবহারকারী মঙ্গলবার ইথেরিয়াম তুলতে গেলে চুরির বিষয়টি ধরা পড়ে। ব্যবহারকারীদের ফান্ড থেকে কিছু নেওয়া হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, ফরেনসিক ক্রিপ্টোগ্রাফার ও বিনিয়োগকারীদের সঙ্গে আমরা কাজ করছি। ’
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।