৬৪ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে Redmi Note 10S

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন লাভারদের জন্য আবারও দুর্দান্ত এক ফোন নিয়ে আসলো রেডমি। এবার  ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের সাথে ভারতের বাজারে আসলো Redmi Note 10S। যদিও গত মে মাসে ভারতের বাজারে প্রথমবার ফোনটি লঞ্চ করা হয়েছিল। সেইসময় ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ নিয়ে বাজারে এসেছিল Redmi Note 10S । সাথে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টও ছিল। তবে বছরের শেষে এসে এখন থেকে ফোনটি আরও একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, , ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

রেডমি নোট ১০এস রাংলাদেশের বাজারে দাম, সেল ডেট (Redmi Note 10S Price in bangladesh, Sale Date)

রেডমি নোট ১০এস এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২৭,৪৯৯ টাকা। ফোনটি আরও দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটি ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম +১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৪,৯৯৯ টাকা। ফোনটি ডিপ সি ব্লু, ফ্রস্ট হোয়াইট, শ্যাডো ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

৩ ডিসেম্বর থেকে Mi.com, Mi Home store ও Amazon-র মাধ্যমে রেডমি নোট ১০এস কেনা যাবে।

রেডমি নোট ১০এস স্পেসিফিকেশন (Redmi Note 10S Specifications)

রেডমি নোট ১০এস ফোনের সামনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ এর সুরক্ষা সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৪৫) উপস্থিত। আবার রেডমি নোট ১০এস ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর (এফ/২.৪)। রয়েছে ১৩ মেগাপিক্সালের সেলফি ক্যামেরা।

ডুয়েল সিমের Redmi Note 10S ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমএআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে রান করে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার Redmi Note 10S ফোনটি IP53 রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলো নির্দিষ্ট সীমা পর্যন্ত ফোনের কোনও ক্ষতি করতে পারবে না। ফোনটিতে Sensors হিসেবে রয়েছে Fingerprint (side-mounted), accelerometer, gyro, compass। ফোনটির পাওয়া ব্যাকআপও অসাধারণ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তিনটি কালারে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে, যথা- Deep Sea Blue (Ocean Blue), Shadow Black (Onyx Gray), (Frost White) Pebble White।

Redmi Note 11: মধ্যম বাজেটের দুর্দান্ত ফোন রেডমি নোট ১১