জুমবাংলা ডেস্ক : ওপ্পো গতকাল তাদের ‘এ’ সিরিজে নতুন OPPO A3 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। চীনের বাজারে এই ফোনটি 24GB RAM (12GB+12GB) এবং MediaTek Dimensity 7050 প্রসেসর সহ বাজারে ছাড়া হয়েছে। এছাড়াও এই ফোনে 64MP Camera, 67W Fast Charging এবং IP69 রেটিং রয়েছে।
OPPO A3 Pro ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কার্ভড স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী জি68 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: চীনে OPPO A3 Pro ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB Storage যোগ করা হয়েছে। ফোনটির বাকি দুটি মডেলে 12GB RAM রয়েছে। এর সঙ্গে এই দুটি ভেরিয়েন্টে 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 12GB পর্যন্ত virtual RAM সাপোর্ট করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: OPPO A3 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি মাত্র 44 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম বলে জানানো হয়েছে।
চীনে OPPO A3 Pro ফোনটি তিনটি মডেলে পেশ করা হয়েছে। ফোনের 8GB RAM + 256GB Storage মডেলের দাম 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 23,500 টাকা রাখা হয়েছে। একইভাবে এই ফোনের 12GB RAM + 256GB Storage মডেল 2199 ইউয়ান এবং 12GB RAM + 512GB Storage মডেল 2499 ইউয়ান দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 25,999 টাকা এবং 29,000 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Azure, Pink এবং Blue কালারে সেল করা হবে।
Realme P1-এর দাম শুনলে চমকে যাবেন, সস্তায় এত ফিচার্স কীভাবে দিচ্ছে কোম্পানি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।