৬৭ বছর বয়সে স্নাতক হলেন অভিনেতা আদিত্য রাজ কাপুর

আদিত্য রাজ কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের অবদান সবারই জানা। পৃথ্বীরাজ কাপুরের উত্তরাধিকারীরা সমৃদ্ধ করেছে হিন্দি সিনেমাকে। কিন্তু এ পরিবারের বিদ্যার দৌড় জানলে কিন্তু অবাক হওয়াটা স্বাভাবিক। কাপুর খানদানের কেউ ক্লাস সিক্স পাশ, কেউ ক্লাস টেন! কলেজের মুখই দেখেননি অনেকে, এ তালিকায় রয়েছেন রণবীর কাপুরও। এদিকে কারিনা-কারিশ্মা কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেননি। যাই হোক অবশেষে ২০২৩ সালে প্রথম গ্র্যাজুয়েট সদস্য পেল কাপুর পরিবার। ৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করলেন অভিনেতা শাম্মি কাপুরের ছেলে আদিত্য রাজ কাপুর।

আদিত্য রাজ কাপুর

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বয়স যে পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করলেন আদিত্য রাজ কাপুর। ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন আদিত্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, দর্শন বিষয়ে অনার্স পাসের সার্টিফিকেট।

এছাড়া বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এক সপ্তাহ আগে ৫৯ দশমিক ৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাস করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি আমি।

সুযোগ থাকলেও পড়াশোনা করেননি জানিয়ে অভিনেতা বলেন, আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু সেই সুযোগের সঠিক ব্যবহার করিনি আমি। তিনি আরও বলেন, বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। আমার অন্তরে শিক্ষার প্রয়োজনীয়তার অভাব উপলদ্ধি করি। তারপরেই দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি।

আদিত্য জানান, ৬১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন তিনি। তার এই কাজের পেছনে বড় ভূমিকা পালন করেছে অভিনেতার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন।

মোটা পুরুষের সাথে মেয়েরা কেন বেশি প্রেম করে

সত্তরের দশকে সহকারী পরিচালক হিসাবে বলিউডে নাম লেখান অভিনেতা আদিত্য। রাজ কাপুরের ‘ববি’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সিনেমায় সহকারী হিসাবে কাজ করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালে ‘ডোন্ট স্টপ ড্রিমিং’ বলে একটি সিনেমা পরিচালনা করেন, যা বক্স অফিসে ব্যর্থ হয়। ২০১০ সালে ৫৪ বছর বয়সে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন ‘চেস’ সিনেমার মাধ্যমে, পরবর্তীতে ‘ইয়ামলা পাগলা ২’-সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন আদিত্য রাজ কাপুর।