বিনোদন ডেস্ক : ৬৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করলেন আদিত্য রাজ কাপুর। ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। বলিউডের কিংবদন্তি শাম্মী কাপুর ও বালি দম্পতির পুত্র আদিত্য প্রমাণ করলেন পড়াশোনার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
আদিত্য রায় কাপুর তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, স্নাতকের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, ‘দর্শন বিষয়ে অনার্স পাসের সার্টিফিকেট।’
বিষয়টি নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন আদিত্য রাজ কাপুর। এ আলপচারিতায় তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ৫৯.৬৭ শতাংশ নাম্বার পেয়ে অনার্স পাস করেছি। অর্থাৎ দর্শন বিষয়ে অনার্সে সেকেন্ড ক্লাস পেয়েছি।’
পড়াশোনা করার সুযোগ থাকলেও পড়াশোনা করেননি আদিত্য। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমার পড়াশোনা করার সবরকম সুযোগ-সুবিধা ছিল। কিন্তু আমি তার সদ্বব্যবহার করিনি। বহু বছর পর নিজের ভুল বুঝতে পারি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। যখন আমি অন্তরের শূন্যতা অনুভব করি এবং শিক্ষার প্রয়োজনীয়তা উপলদ্ধি করি। তারপর দর্শন নিয়ে পড়াশোনা শুরু করি।’
আদিত্য জানান, ৬১ বছর বয়সে পড়াশোনা শুরু করেন তিনি। তার এই মিশনের পেছনে বড় অবদান রেখেছে তার মেয়ে তুলসী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মেয়েই তাকে অনুপ্রাণিত করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।