৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল টোঙ্গা

শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সকালে টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা তখন সুনামির ভয়ে রাস্তায় নেমে আসে। অবশ্য শক্তিশালী এই ভূমিকম্পের জেরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

শক্তিশালী ভূমিকম্প

অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জিওসায়েন্স জানায়, বৃহস্পতিবার ভোরে ভূমিকম্পটি ২১২ কিলোমিটার গভীরে আঘাত হানে।

অস্ট্রেলিয়ার স্কাই নিউজ জানায়, নিউয়াটোপুটাপু দ্বীপের হিহিফো থেকে ৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, টোঙ্গায় ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূমিকম্পটি নিউজিল্যান্ড সময় ভোর ৪টায় আঘাত হানে।

এদিকে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। অবশ্য ভূমিকম্পের পর নিউজিল্যান্ড সময় ভোর সাড়ে চারটায় ৫.১ মাত্রার আফটারশক হয়।

অ্যাঞ্জি পুলা লেটুলিগাসেনোয়া নামে এক ব্যক্তি জানান, ভূমিকম্প তাকে ঘুম থেকে জাগিয়েছে। তিনি বলেন, আমার শেলফ থেকে কয়েকটি জিনিস নিচে পড়ে যায়। জানালাগুলো কাঁপছিল এবং এটিই ছিল ভীতিকর। তাই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি এবং দ্রুত প্রার্থনা করি।

জাতীয় পরিচয়পত্রে পাগল দেখানো হলো ১২৫ তরুণ-তরুণীকে

এর আগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির সমুদ্রতলের আগ্নেয়গিরিতে প্রচণ্ড বিস্ফোরণের পর অগ্নুৎপাত শুরু হয়। অগ্নুৎপাতের কারণে দেশটিতে সুনামিও আঘাত হানে। এতে টোঙ্গায় এক ব্রিটিশ নাগরিকসহ অন্তত তিনজন নিহত হন।