বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিংয়ে শীর্ষে ৭ ব্যাংক

জুমবাংলা ডেস্ক : সাসটেইনেবল রেটিং ২০২২ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৪টি সূচকের ওপর ভিত্তি করে এ রেটিং তৈরি করা হয়েছে। এতে শীর্ষে অবস্থান করেছে দেশের ৭ ব্যাংক এবং ৪ আর্থিক প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল রেটিংয়ে ব্যাংকের তালিকায় শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। এরপরই রয়েছে যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

এ রেটিংয়ে শীর্ষে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো অগ্রণী এসএমই ফাইন্যান্সিং, বাংলাদেশ ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স।

টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি) সূচকের ভিত্তিতে এ রেটিং প্রণয়ন করা হয়েছে।

আগের বছর সাসটেইনেবল রেটিংয়ে শীর্ষে ছিল ১০ ব্যাংক এবং ৫ আর্থিক প্রতিষ্ঠান। নতুন রেটিংয়ে আগের বছর তালিকায় থাকা ৮টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান বাদ পড়েছে।

এখন পর্যন্ত ৩বার সাসটেইনেবল রেটিং পয়েন্ট প্রকাশিত হয়েছে। প্রতিবারই শীর্ষে স্থান করে নিয়েছে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কেবল আইডিএলসি ফাইন্যান্স তৃতীয়বার জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর চৌধুরী লিয়াকত আলী বলেন, আমরা নির্দিষ্ট কিছু বিষয়ে প্যারামিটার দিয়েছি। যেসব ব্যাংক সেগুলো পূরণ (ফুলফিল) করতে পেরেছে, তারাই শীর্ষে এসেছে। তবে বাকিগুলোও খারাপ ব্যাংক নয়।

২০২১ সালের আগস্টে প্রথম টেকসই রেটিং প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এর আগের বছরের পারফরম্যান্স অনুযায়ী তালিকাটি তৈরি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র সরওয়ার হোসেন বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুশাসন, শুদ্ধাচার ও সামাজিক দায়বদ্ধতা পালনে অনুপ্রাণিত করতেই এ রেটিং করা হচ্ছে। আমাদের একাধিক বিভাগের সহযোগিতায় এটি করা হয়।

ইসলামী ব্যাংকের কোনো শাখা ঋণ দিতে পারবে না