জুমবাংলা ডেস্ক : গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা চলছে। বলা হচ্ছে বঙ্গ তাজের ৫৫ বছর বয়সী ছেলে সোহেল তাজ সাতটি বিয়ে করেছেন।
মূলত বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত ২৯ ডিসেম্বর থেকে। ওই দিন সোহেল তাজ তার ইনস্পায়ার ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শাহনাজ পারভীন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন।
যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে।
তাদের দাবি, সোহেল তাজের প্রথম বউ ছিলেন কঙ্কা করিম, বিয়ে টিকেছিল ২০ বছর। কঙ্কা করিম সোহেল তাজের ছয় বছরের বড় ছিলেন, ১৭ বছর বয়সে ২৩ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিলেন তিনি!
দ্বিতীয় বউ এক আমেরিকান নারী টিকেছিল দুই বছর! তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী এক বছর দুই মাস টিকেছিল! চতুর্থ বউ এক কাশ্মীরি কন্যা।
যিনি ঢাকার একটি প্রাইভেট মেডিক্যালের ২২ বছর বয়সী শিক্ষার্থী। সাত মাসের মতো টিকেছিল বিয়ে। ওই নারীর রানিং স্বামী জেনে যাওয়ায় ডিভোর্স হয়!
পঞ্চম বউ এক আমেরিকান ক্যাসিনো গার্ল। এই বিয়ে মাত্র দেড় মাসের মতো টিকেছিল! ষষ্ঠ বউ একজন ঢাকাই বিহারি নারী, এই বিয়ে তিন মাস টিকেছিল! বিয়ে ভেঙে যায় বডি সোহেলের মাদকে আসক্তির কারণে।
আর সপ্তম বউ হিসেবে সোহেল তাজের মন রাঙালেন ২৭ বছর বয়সী রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেইনার শাহনাজ পারভীন শিমু! এটাও ৬ মাস টেকে কি না দেখার অপেক্ষায়।
এ নিয়ে আজ বৃহস্পতিবার রাতে সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে- আমি কিছুই বলব না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।
শেয়ার কমেন্টে দেখা যায়, ১৯৭০ সালের ৫ জানুয়ারি সোহেল তাজের জন্ম।
তার প্রথম স্ত্রী কঙ্কা করিম বঙ্গভবনের সাবেক প্রেস সেক্রেটারি জাহিদুল করিমের মেয়ে। আর দ্বিতীয় স্ত্রী বুলগেরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর মেয়ে।
সোহেল তাজের ঘনিষ্ঠ সূত্র জানায়, সম্প্রতি বাগদান করা শাহনাজ পারভীন শিমু ঠাকুরগাঁওয়ের মেয়ে। তিনি মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে আংটি বদল করা হলো।
২০০১ সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতিই তিনি বেশি মনোযোগী। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এ ছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।