দিনাজপুরে একই স্থানে ৭ গাড়ির দুর্ঘটনা, নিহত ১

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে সাতটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রহিমা বেগম (৩৬) জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৃষ্টির মধ্যে দুটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি পিকআপের যাত্রী রহিমা বেগম নিহত হয়। এ সময় তাঁর পরিবারের তিনজন আহত হয়।

সংর্ঘষে জড়ানো পিকআপ দুটিকে সাইড দিতে গিয়ে আরও ২টি পিকআপ, একটি মিনিবাস, একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। একটি মসজিদে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রকের চালক ও হেলপারসহ আরও পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে গতিরোধক নির্মাণের দাবি জানায়। পরে প্রশাসন ও পুলিশ এসে গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, নিহত ও আহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মসজিদ সংস্কারের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। শিগগির ঘটনাস্থলে গতিরোধক নির্মাণ করা হবে।