বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ সিনেমাটি মুক্তির বাকি আর মাত্র দুই সপ্তাহ। এক এক করে সব কটি ধাপ শেষ করেছে এরই মধ্যে। আর সাত দৃশ্যে কাঁচি চালিয়ে সেন্সরে ছাড় পেল সিনেমাটি।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, ৭টি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের (ইউ/এ) ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’।
এ সনদের অর্থ হলো, সিনেমাটি বানানো হয়েছে মাঝবয়সী দর্শকদের কথা মাথায় রেখে। তবে বাবা-মায়ের অনুমতিতে ১২ বছরের কম বয়সীরাও দেখতে পারবে।
এ সিনেমায় ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল, সেটিও পরিবর্তন করতে বলা হয়েছে। এ ছাড়া ‘পয়দা হোক’-এর মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। এমনই সাতটি পরিবর্তনের নির্দেশনা দেয়া হয়।
জানা যায়, ‘জওয়ান’ সিনেমায় ছয়জন বিশিষ্ট স্টান্ট পরিচালকের দ্বারা অ্যাকশন দৃশ্যগুলো করা হয়েছে। এর আগে এই স্টান্ট পরিচালকরা অ্যাভেঞ্জারস এবং স্টার ট্রেকের মতো সিনেমায় কাজ করেছেন।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। কিং খানকে নতুনরূপে পর্দায় দেখতে অপেক্ষায় দর্শকরা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ক্যামেরার সামনে উদ্দাম ড্যান্স দিয়ে উঞ্চতা ছড়ালেন সুন্দরী যুবতী
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। বিগিল, মেরসাল, থেরি, রাজারানির মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।