জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় মাদক মামলায় গ্রেপ্তার আছমা আক্তার (৩২) ও তার সাত মাসের দুগ্ধজাত শিশু সাওদাকে শুক্রবার (৩ জানুয়ারি) কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাশেম।
বৃহস্পতিবার রাতে আছমার স্বামী আলমকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। পরবর্তীতে তার ঘর থেকে ৫০০ গ্রাম গাজাসহ আছমাকে গ্রেপ্তার করা হয়। শিশুটির দেখাশোনার কেউ না থাকায় তাকে মায়ের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, মা-শিশুর জন্য শীতের কাপড় ও শিশুখাদ্য সরবরাহ করা হয়েছে। আইন অনুযায়ী, দুগ্ধজাত শিশুর ক্ষেত্রে মায়ের সঙ্গে কারাগারে থাকার বিধান রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী এমদাদুল হক মাসুম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।