বিনোদন ডেস্ক : নতুন বছরে পা দিতেই শোবিজপাড়ায় আলোচনার কেন্দ্রে রয়েছে নতুন বছরের কিছু বিগ বাজেটের বলিউড সিনেমা। আশা করা হচ্ছে, ২০২৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমা ঝড় তুলবে দর্শক হৃদয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সিনেবোদ্ধারা বলছেন, ২০২৫ এ এমন কিছু সিনেমা আসছে যেগুলোতে অভিনয় করেছেন প্রথম সারির বলিউড তারকারা। বিগ বাজেটের এসব সিনেমাই নতুন বছরে দর্শক মাতাবে।
আসুন এক নজরে দেখে নিই, ২০২৫ কাঁপাতে পারে এমন কিছু বলিউড সিনেমার নাম। যেগুলো নতুন বছরে রাজত্ব করবে সিনেপ্রেমী দর্শক হৃদয়ে-
১। ইমার্জেন্সি টু: নতুন বছরে মুক্তির অপেক্ষায় প্রথমেই রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমার্জেন্সি টু’ সিনেমাটি। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ সিনেমায় ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাকে তুলে ধরা হয়েছে। নানা আলোচনা, সমালোচনার পর বিগ বাজেটের এ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১৭ জানুয়ারি।
২। ছাভা: ভিকি কৌশল ও রাশমিকা মন্দানা অভিনীত রাজকীয় সিনেমা ‘ছাভা’। মারাঠা সম্রাট শিবাজী মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত এই ছবিতে ছত্রপতি সম্ভাজি (যার ডাক নাম ছাভা, যার অর্থ সিংহ শাবক) মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং মুঘল সম্রাট আরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।
৩। সিকান্দার: বলিউড মেগাস্টার সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার। এ সিনেমায় প্রথমবার রাশমিকা মন্দনার সঙ্গে রুপালি পর্দায় দেখা যাবে বলিউড ভাইজানকে। বিগ বাজেটের এ সিনেমা চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৪। হাইজ ফুল ৫: নতুন বছরে কমেডি আর অ্যাকশনের মজা দিতে তারকাবহুল সিনেমা হাউজফুল ৫ আসছে। একটি মিথ্যাকে কেন্দ্র করে এগিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, নানা পাটেকর, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, ফারদিন খান, চাঙ্কি পান্ডে এবং অন্যান্যরা। ছবিটি চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৫। ওয়ার টু: হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট অভিনীত সিনেমা ওয়ার টু। সালমান খান ও যশরাজ ফিল্মস প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা ১৪ আগস্ট মুক্তি পাবে।
৬। আলফা: আলিয়া ভাট, ববি দেওল, শর্বরী, শিব রাওয়াল অভিনীত স্পাইভিত্তিক সিনেমা আলফা। অ্যাকশন নির্ভর এ সিনেমা মুক্তি পাবে বড়দিন বা ক্রিসমাস ডেতে।
৭। মেট্রো ইন ডিনো: অনুরাগ বসুর পরিচালিত মেট্রো ইন ডিনো চারটি হৃদয়-উষ্ণ গল্প নিয়ে নির্মিত। যেখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল এবং ফাতিমা সানা শেখকে। সিনেমাটির মুক্তি এই নিয়ে দুবার স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এসব সিনেমা ছাড়াও বলিউডে চলতি বছর মুক্তির মিছিলে রয়েছে লাহোর ১৯৪৭, জাত, স্কাই ফোর্স, থাগ লাইফ, কুলি, গুড ব্যাড আগলি, থালাপতি ৬৯, রেটরো, রাজা সাব, আখন্দ টু সহ বেশকিছু তেলেগু ও তামিল সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।