আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সবচেয়ে কম ভিসা বাতিল করেছে ইসরাইলের। আর সবচেয়ে বেশি বাতিল করেছে মৌরিতানিয়ার। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র সবচেয়ে কম ভিসা বাতিল করে ভারতের। বেশি বাতিল করে পাকিস্তানের। ওয়ার্ল্ড রেংকিং ওয়েবসাইটে ২০২২ সালের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হারের ভিত্তিতে দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়।
সেই তালিকা অনুসারে শতকরা ১০০ জনের ভিসা আবেদনের মধ্যে ২ জনের আবেদন বাদ হয় ইসরাইলের। এর পরে রয়েছে হংকং সেখানে শতকরা ৫ জনের ভিসা বাতিল হয়।
জাপানের বাতিল হয় ৬ জনের, মেক্সিকোর ৬ জনের, ভারতের বাতিল হয় ৭ জনের। শ্রীলংকার ২২জন, বাংলাদেশের শতকরা ৩০ জন ও চীনেরও ৩০ জন ভিসা পায়না। পাকিস্তানের ৩১ জন। আফগানিস্তানের ৫৩ ও কানাডার ৫৮জনের । অস্ট্রেলিয়ার ১৩ জনের ও সৌদিআরবের ১৪ জন। ইথিওপিয়ার ১৪ জন মিশরের ২৯ জনের আর মৌরিতানিয়ার ৯০ জনই ভিসা পায়না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।