সবার যেমন ভালোবাসা দরকার, তেমনি কখনও কখনও সিনেপ্রেমীদের জন্য এমন কিছু সিনেমা প্রয়োজন, যা ভালোবাসার গল্প বলে, মুহূর্তেই ডুবিয়ে দেয় একরাশ নস্টালজিয়ায়। ইনডিপেনডেন্ট ডিজিটালের পাঠকদের জন্য রইল তেমন কিছু রোমান্টিক দক্ষিণী ছবি, যেগুলো হৃদয়জুড়ে তৈরি করবে সুন্দর কিছু অনুভূতি। এমনকি ছবিগুলো না দেখলেই নয়!

মেয়াঝাগান (২০২৪)
সিনেমাটি প্রযোজনা করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় রোমান্টিক জুটি জ্যোতিকা ও সুরিয়া। মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তি ও অরবিন্দ স্বামী। মূলত এটি একটি মর্মস্পর্শী গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা প্রেম, পরাজয় ও আত্ম-আবিষ্কারের মধ্যদিয়ে যাওয়া এক যুবকের জীবনকে ফুটিয়ে তোলে। নির্মাণ করেছেন সি. প্রেম কুমার।
ট্যুরিস্ট ফ্যামিলি (২০২৫)
তামিল এই ছবি এমন একটি পরিবারের গল্প বলে, যারা কিনা শ্রীলঙ্কায় কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব শুরু হলে ভারতে পাড়ি দেয় এবং তাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনে। এটি পরিচালনা করেছেন অভিষান জীবিন্ত। মুখ্য চরিত্রে রয়েছেন এম শশীকুমার ও সিমরান।
কুম্বলাঙ্গি নাইটস (২০১৯)
পর্দায় ফুটে উঠেছে কেরালার চার ভাইয়ের গল্প, যেখানে প্রেম, মুক্তি ও পারিবারিক বন্ধন তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, সৌবিন শাহির, শেন নিগম, শ্রীনাথ ভাসি, আন্না বেন প্রমুখ। পরিচালনায় মধু সি. নারায়ণন।
কুড (২০১৮)
এটি একটি আবেগঘন সিনেমা, যা ভালোবাসা, দুঃখ ও মানবিক সম্পর্কের বিষয়বস্তুকে তুলে ধরে। এতে প্রধান ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, নাজরিয়া নাজিম ও পার্বতী তিরুভোথু। মালয়ালম এ সিনেমার পরিচালক অঞ্জলি মেনন।
প্রেমাম (২০১৫)
টিনেজ ক্রাশ, কলেজ রোমান্স ও প্রাপ্তবয়স্ক—এই তিন পর্বের প্রেমকাহিনী উঠে এসেছে ‘প্রেমাম’র গল্পে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নিভিন পাওলি ও অনুপমা পরমেশ্বরন। পরিচালনা করেছেন আলফোনসে পুথরেন।
প্রেমালু (২০২৪)
অতীতে প্রত্যাখ্যানের পর একটি বিয়ের অনুষ্ঠানে রিনুর সঙ্গে তরুণ শচীনের দেখা হয় এবং নানাভাবে সে তার ভালোবাসা জয় করতে চায়। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মমিতা বৈজু ও নাসলেন কে. গফুর। পরিচালনা করেছেন গিরিশ এ.ডি.।
৯৬
দীর্ঘ ২২ বছর পর একটি পুনর্মিলনীতে দেখা হয় দুই প্রাক্তন প্রেমিকমনের এবং তারা অতীতের স্মৃতিচারণ করে। সিনেমাটি পরিচালনা করেছেন সি. প্রেম কুমার। মুখ্য ভূমিকায় রয়েছেন বিজয় সেতুপতি ও তৃষা কৃষ্ণন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



