৭ উপজেলা, ৪ পৌরসভা ও ২৯ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ইউপি নির্বাচনে

জুমবাংলা ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার (৭ উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদ) নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবনে আ.লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

ইউপি নির্বাচনে

উপজেলা পরিষদ নির্বাচন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মো. রেজাউল ইসলাম, বাগেরহাটের জেলার চিলমারী উপজেলায় মো. সোলায়মান আলী সরদার, কুষ্টিয়ার খোকসা উপজেলায় মো. বাবুল আখতার, নেত্রকোণা সদর উপজেলায় মো. আতাউর রহমান, সিলেটের ওসমানী নগর উপজেলায় মো. শামীম আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মো. আকমল হোসেন ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফারুক চৌধুরী।

পৌরসভা নির্বাচন

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মো. আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ী পৌরসভায় সামছুজ্জামান, সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ফারুক আহমদ, চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় আলহাজ্ব মো. ইসমাইল হোসেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে এস এম আশরাফুল হক (মিঠু), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে মো. বোরহান উদ্দিন ফকির, তুলসীগঙ্গা ইউনিয়নে মো. বজলুর রহমান খান, বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে মো. ইনসান আলী।

ঘুমের মধ্যে সন্তানের হাসিমুখ দেখতে জেগে থাকেন পরীমনি

এ ছাড়া ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা, কৃষ্ণপুর) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।