জুমবাংলা ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক কমেছে দেশের দুই শেয়ার বাজারের। ডিএসইতে প্রধান সূচক কমেছে প্রায় ৪৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় হাজার কোটি টাকা। দর হারিয়েছে ৬৯ ভাগ শেয়ারের। অন্যদিকে, চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১১০ পয়েন্ট।
বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই পরতে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক কমে প্রায় ৬১ পয়েন্ট। এরপর সূচক বাড়লেও দিনশেষে ডিএসইএক্স সূচক ৪৮ দশমিক নয় তিন পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয় ৯৯৯ কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৪৪ কোটি টাকা। ডিএসইতে হাতবদলে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৭৫ টির এবং অপরিবর্তীত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণফোন, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে হাইডেলবার্গ ইউনিলিভার কনজিউমার।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ডিবিএইচ ফাইন্যান্স, দ্বিতীয় মিথুন নিটিং, তৃতীয় অবস্থানে ফনিক্স ফাইন্যান্স। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১১০পয়েন্ট। লেনদেন হয় ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।