আন্তর্জাতিক ডেস্ক : চাকরি থেকে সদ্য অবসর নিয়েছিলেন বেলা (নাম পরিবর্তিত)। ছুটি কাটানোর জন্য লন্ডন থেকে স্পেনে গিয়েছিলেন তিনি। বয়স হলেও জীবন উপভোগ করা থামাবেন না বেলা। বিকিনি পরে সমুদ্রসৈকতে নির্জনে বসে সেই কথাই ভাবছিলেন তিনি। হঠাৎ তাঁর চোখ পড়ল এক তরুণের দিকে। বন্ধুবান্ধবের সঙ্গে সমুদ্রের ধারে ফুটবল খেলছিলেন তিনি। কখনও আবার সার্ফিং করছিলেন একা একা। বেলাকে একা সময় কাটাতে দেখে তাঁর দিকে এগিয়ে গিয়েছিলেন তরুণ। তাঁর নাম হেনরি (নাম পরিবর্তিত)। তবে তাঁদের আলাপপর্ব প্রাথমিক পর্যায়ে থেমে থাকেনি। বেলা জানতে পারেন, হেনরি তাঁর চেয়ে ৩০ বছরের ছোট। আলাপ ক্ষণিকের হলেও হেনরিকে ভাল লেগে যায় বেলার। কিন্তু বয়সের পার্থক্য থাকার কারণে দূরত্ব রাখার সিদ্ধান্ত নেন বেলা। স্পেনে একসঙ্গে সময় কাটালেও হেনরিকে না জানিয়ে লন্ডনে ফিরে যান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লন্ডনে ফিরে অনেকের সঙ্গে ডেটে গিয়েছিলেন বেলা। কিন্তু হেনরিকে ভুলতে পারছিলেন না। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে, হেনরিকে ভালবেসে ফেলেছেন তিনি। আবার পাঁচ বছর পর স্মৃতিচারণা করতে স্পেনে যান বেলা। আগের বার যে হোটেলে থেকেছিলেন, সেই হোটেলে গিয়েই ওঠেন তিনি। কিন্তু হোটেলে ঢুকেই অবাক হয়ে যান বেলা। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন হেনরি।
৭০ বছরের বেলাকে দেখে মান-অভিমান ভুলে গিয়ে জড়িয়ে ধরেন হেনরি। বেলাকে প্রশ্ন করেন, ‘‘আমায় না বলে কোথায় চলে গিয়েছিলে?’’ হেনরির প্রশ্ন শুনে বেলা জিজ্ঞাসা করেন, হেনরি বিবাহিত কিনা। হেনরি জানান, তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। দুই সন্তান রয়েছে তাঁর। দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেননি কেউ। বহু দিন স্পেনে একসঙ্গে সময় কাটান হেনরি এবং বেলা। তার পর লন্ডনে ফিরে গিয়েও হেনরির সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন বেলা। কী ভাবে হোয়াটস্অ্যাপ ব্যবহার করতে হয় তা বেলাকে শিখিয়ে দেন হেনরি।
বেলার দাবি, জীবন কী ভাবে বাঁচতে হয় তা হেনরি-ই তাঁকে শিখিয়েছেন। একে অপরের ভালবাসায় ডুবে গেলেও হেনরির সঙ্গে সম্পর্কের কথা শুনে আপত্তি জানান বেলার সন্তানেরা। তাঁদের দাবি, হেনরি শুধুমাত্র বেলার সম্পত্তির জন্য তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু আসল সত্য জানতেন বেলা। তাই হেনরির সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানেননি তিনি। বরং লন্ডন এবং স্পেনের সময় মেনে ফোনে যোগাযোগ রাখেন তাঁরা। বর্তমানে স্পেনের এক রেস্তরাঁয় কাজ করেন হেনরি। নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর। বেলার সঙ্গে সম্পর্কে থেকে তিনিও খুব খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।