৭০ বছর পরে ভারতে জন্ম নিল চারটি চিতা শাবক

চিতা শাবক

আন্তর্জাতিক ডেস্ক : ৭০ বছর পরে ভারতে জন্ম নিল চারটি চিতা শাবক। ভারতে ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এরপর কেটে গেছে ৭০ বছর। ভারতের পরিবেশমন্ত্রী এটি কে ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে অভিহিত করেছেন।

চিতা শাবক

দেশটিতে চিতা বাঘের অস্তিত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছিল অনেক দিন ধরেই। এই লক্ষ্যে গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয়েছিল। আবার গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরো ১২টি চিতা ভারতে আনা হয়। অবশেষে সফল হয়েছেন ভারতের বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তারা। কুনো ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী অভয়ারণ্যে গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা এক নারী চিতার ঘরে চারটি শাবকের জন্ম হয়। টুইটারে খবরটি জানান পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

তিনি বলেন, ‘আনন্দিত।’ ‘ভারতের মাটিতে আবার চিতাদের ফিরিয়ে আনার জন্য এবং তাদের নিরলস প্রচেষ্টার জন্য প্রজেক্ট চিতার সমগ্র দলকে এবং অতীতে করা একটি পরিবেশগত ভুলের সংশোধনের জন্য তাদের অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘বিস্ময়কর খবর’ এই খবরকে স্বাগত জানিয়েছেন।

শাবকগুলো পাঁচ দিন আগে জন্মেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা তাদের ভিডিও গতকাল বুধবার প্রকাশ্যে আনেন। পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন, মা সিয়ায়া এবং শাবকগুলো সুস্থ আছে। এই নতুন শাবকের ঘোষণা আসে, নামিবিয়ান আনা ৮টি চিতার মধ্য ১টি মারা যাওয়ার মাত্র দুই দিন পরেই। কিডনি জটিলতার কারণে ওই চিতাটি মারা যায়।

ম’দ না খেলে একদম পারে না, কোহলির দুর্বলতা ফাঁস করলেন আনুশকা

বর্তমানে বিশ্বের ৭ হাজার চিতার সিংহভাগই আফ্রিকায় পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং বতসোয়ানায়। এশিয়াটিক চিতা বর্তমানে গুরুতরভাবে বিপন্ন এবং এখন শুধুমাত্র ইরানে পাওয়া যায়। সেই সংখ্যার পরিমানও মাত্র ৫০টি বলে ধারণা করা হয়।