realme 15 5G এবং realme 15 Pro 5G ফোনের সফলতার পর এবার কোম্পানি তাদের ফ্যানদের জন্য এই সিরিজের তৃতীয় স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে এই ফোনটি realme 15T 5G নামে পেশ করা হয়েছে। বড় ব্যাটারি প্রেমীদের জন্য এতে 7000mAh ব্যাটারি এবং মোবাইল ফটোগ্রাফি শৌখিনদের জন্য এই ফোনে 50MP সেলফি ও 50MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এই নতুন ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
8GB RAM + 128GB Storage – ₹20,999
8GB RAM + 256GB Storage – ₹22,999
12GB RAM + 256GB Storage – ₹24,999
ভারতে realme 15T 5G ফোনটি মোট তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM মডেলে 128GB ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলদুটির দাম রাখা হয়েছে যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকা। একইভাবে এই ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। আগামী 6 সেপ্টেম্বর থেকে realme 15T 5G ফোনটি Flowing Silver, Silk Blue ও Suit Titanium কালার অপশনে সেল করা হবে।
realme 15T 5G ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Max অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। Dimensity 6400 প্রসেসরের Max ভার্সন সহ লঞ্চ হওয়া এটি ভারতের প্রথম স্মার্টফোন।
আমাদের টেস্টিঙে এটি 4,48,625 AnTuTu score পেয়েছে। এটিকে খুব ভালো বলা যায় না। এই সিরিজের realme 15 ফোনে Dimensity 7300+ প্রসেসর এবং realme 15 Pro ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে।
realme 15T ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনটির ব্যাটারি। এই ফোনে 7000mAh Battery রয়েছে। আমাদের পিসিমার্ক ব্যাটারি টেস্টে ফোনটি 17 ঘন্টা, 30 মিনিট চলেছে।
জানিয়ে রাখি এর আগে 18,999 টাকা দামের Redmi Note 14 ফোনটি 19 ঘন্টা, 21 মিনিট এবং 21,999 টাকা দামের Vivo T4 ফোনটি 18 ঘন্টা, 1 মিনিট স্কোর পেয়েছে।
বড় ব্যাটারির পাশাপাশি realme 15T 5G ফোনটি 60W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে 1080 x 2372 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফাস্ট চার্জিঙের পাশাপাশি এই ফোনে আউটডোর ভিজিবিলিটিও ভালোই পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য realme 15T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে।
এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটিতে সুন্দর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
বড় ব্যাটারি এবং 50MP ফ্রন্ট ক্যামেরার দৌলতে realme 15T ফোনটি এই প্রাইস রেঞ্জের অন্যতম বেস্ট অপশনগুলির লিস্টে স্থান করে নিয়েছে। অপরদিকে ফোনটির প্রসেসর তেমন উল্লেখযোগ্য নয়। এটি দৈনন্দিন কাজ সামলাতে পারলেও হেভি গেমিঙের সময় ল্যাগ বা হীট হতে পারে।
এই প্রাইস রেঞ্জে মার্কেটে উপস্থিত Vivo Y400 Pro, Honor X9c, Infinix GT 30 এবং Vivo T4R ফোনগুলিও বেশ উল্লেখযোগ্য। Vivo Y400 Pro ফোনে 90W ফাস্ট চার্জিং, Dimensity 7300 প্রসেসর এবং 4500nits AMOLED স্ক্রিন রয়েছে। Honor X9c ফোনটিতে 6,600mAh ব্যাটারি এবং Snapdragon 6 Gen 1 চিপসেট যোগ করা হয়েছে। একইভাবে Dimensity 7400 প্রসেসর সহ Infinix GT 30 ফোনে 144Hz রিফ্রেশ রেট এবং Vivo T4R ফোনে Curved AMOLED স্ক্রিন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।