বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 22 এপ্রিল ভারতে Vivo T4 5G ফোনটি লঞ্চ করা হবে। সম্প্রতি কোম্পানি তাদের আপকামিং স্মার্টফোনের লঞ্চ ডেট জানিয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ফোনটি 7,300mAh ব্যাটারি সহ পেশ করা হবে। চলিন বিস্তারিত জেনে নেওয়া যাক ব্র্যান্ডের পক্ষ থেকে প্রকাশ্যে আসা আসন্ন ফোনের ডিটেইলস সম্পর্কে।
Vivo T4 5G এর ব্যাটারি
ভিভোর পক্ষ থেকে আপকামিং Vivo T4 5G ফোনটিতে 7,300mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ফোনটিতে BlueVolt ব্যাটারি এনোড ম্যাটেরিয়াল ব্যাবহার করা হবে এবং একইসঙ্গে তৃতীয় জেনারেশন সিলিকন লেয়ার থাকবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Vivo T4 5G ফোনটিতে 90W FlashCharge ফিচার দেওয়া হবে। ভিভো তাদের ফোনটিকে সবচেয়ে পাতলা 7,300mAh ব্যাটারি সহ স্মার্টফোন হবে বলে জানিয়েছে। এর থিকনেস মাত্র 0.789cm হবে।
Vivo T4 5G এর লঞ্চ ডিটেইলস
ভিভো 22 এপ্রিল ভারতে ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মাধ্যমে থেকে নতুন Vivo T4 5G ফোনটি ভারতীয় বাজারে পেশ করবে। এই লঞ্চ ইভেন্টের দুপুর 12 টা সময়ে শুরু হবে। কোম্পানির ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং Vivo T4 5G ফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হবে।
Vivo T4 5G এর স্পেসিফিকেশন (লিক)
6.67″ FHD+ 120Hz AMOLED Display
Qualcomm Snapdragon 7s Gen 3
12GB RAM + 256GB Storage
32MP Selfie Camera
50MP Rear Camera
ডিসপ্লে
লিক অনুযায়ী Vivo T4 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।
প্রসেসর
Vivo T4 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
স্টোরেজ
লিক অনুযায়ী ভিভো T4 5G ফোনটি ভারতে 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে জানা গেছে এই স্মার্টফোনটি মোট 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB মতো তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। বর্তমান ট্রেন্ডকে দেখে আশা হচ্ছে আপকামিং ফোনটিতে ভার্চুয়াল RAM ফিচার দেওয়া হবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo T4 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
অন্যান্য ফিচার
লিকের মাধ্যমে Vivo T4 5G ফোনটিতে বেসিক কানেক্টিভিটি ফিচারগুলির পাশাপাশি IR ব্লাস্টার সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত ফোনটির IP রেটিং সম্পর্কে জানা যায়নি, তবে এতে IP67 সার্টিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লিক অনুযায়ী এই ফোনটির থিকনেস 8.1mm এবং ওজন 195 গ্রাম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।