Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ৭৬ বছরেও স্বাদে অনন্য গাইবান্ধার রসমঞ্জুরী
    বিভাগীয় সংবাদ রংপুর

    ৭৬ বছরেও স্বাদে অনন্য গাইবান্ধার রসমঞ্জুরী

    Shamim RezaJune 1, 20243 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : শ্রী গোবিন্দ চন্দ্র সরকার (৪৭)। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদপুর ইউনিয়নের জামোডাঙ্গা গ্রামে। অভাবী বাবার সংসারে জন্ম তার। বেঁচে থাকার তাগিদে ১৫ বছর বয়সে চলে আসেন জেলা শহরে। এখানে এসে রমেষ ঘোষের মিষ্টান্নর দোকানে কাজ শুরু করেন মেচিয়ারি হিসেবে।

    gai

    শুরু থেকে রমেশ ঘোষের দোকানের রসগোল্লা খুবই জনপ্রিয়। মিষ্টির দোকানের সঙ্গেই ছিল রসগোল্লা তৈরির কারখানা। দোকানে কাস্টমারের চাপ কম থাকলেই গোবিন্দ চলে যেতেন রসগোল্লা তৈরি দেখতে। এক পর্যয়ে রসগোল্লা তৈরির জন্য তার মনে প্রবল আগ্রহ জন্মে। তিনি কাজের ফাঁকে রসগোল্লা বানানো শুরু করেন। এক থেকে দেড় মাসের মধ্যে তিনি রসগোল্লা বানানো শিখে যান। এরপর মালিক তাকে কারখানায় রসগোল্লা তৈরির কাজ দেন। রমেশ ঘোষের দোকানে প্রায় ৩২ বছর থেকে আজ পর্যন্ত তিনি রসগোল্লা তৈরির কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন। এখানকারই বিখ্যাত একটি মিষ্টি রসমঞ্জুরী। বর্তমানে গোবিন্দর হাতের স্পর্শ ছাড়া যেন রসমঞ্জুরীর স্বাদ বসে না।

    শ্রী গোবিন্দ চন্দ্র সরকার বলেন, দীর্ঘ ৩২ বছর থেকে রসমঞ্জুরী তৈরি করে আসছি। অনেকেই এসেছেন আবার চলেও গেছেন। আমি এখানেই আছি। বর্তমানে রসমঞ্জুরীর গুটির কাজ মেশিনেই হয়। ফলে আগের মতো আর লোক লাগে না। এক সময় ৬০-৭০ জন কর্মচারী লাগতো গুটি বানাতে এখন আর লাগে না। তবে রসমঞ্জুরী তৈরির বাকি কাজে খুব কম সংখ্যক কর্মীর দরকার হয়।

    এই রসমঞ্জুরী তৈরির প্রধান উপাদান দুধ। গোয়ালরা প্রতিদিন সকালে প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কৃষক ও খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করেন। বিকেল নাগাদ এগুলো রসমঞ্জুরী তৈরির কারখানায় পৌঁছে দেন।

    কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক কেজি রসমঞ্জুরী তৈরি করতে আড়াই কেজি দুধ, ১০০ গ্রাম চিনি, ২৫ গ্রাম ময়দা, ২০০ গ্রাম দুধের ছানা ও এলাচি লাগে। প্রথমে ছানার সঙ্গে ময়দা মিশিয়ে গুটি গুটি রসগোল্লা তৈরি করতে হয়। ছোট ছোট মার্বেল আকৃতির এই মিষ্টি দুধ জ্বাল দিয়ে ক্ষীরের মতো ঘন করে তাতে মেশাতে হয়। এভাবে তৈরি হয় সুস্বাদু রসমঞ্জুরী।

    ১৯৪৮ সালে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ জেলায় সর্বপ্রথম রসমঞ্জুরী তৈরি করেন। সেসময় ভারতের উড়িষ্যা থেকে কারিগর এনে তিনি এই মিষ্টি তৈরি করতেন। পরবর্তীতে এক দশকের মধ্যেই রসমঞ্জুরীর স্বাদ জেলার গণ্ডি পেরিয়ে দেশব্যাপী মানুষকে আকৃষ্ট করে। ভোজনরসিক কেউ গাইবান্ধায় এলে রসমঞ্জুরীর স্বাদ পেতে চান। যাওয়ার সময় সঙ্গে করে নিয়েও যান।

    রমেশ ঘোষ মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক শ্রী বাদল ঘোষ বলেন, রসমঞ্জুরীর চাহিদা ক্রমাগত বাড়ছে। চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে তাদের দোকানের বিক্রয়কেন্দ্র বাড়ানো হয়েছে। তবে দুধ ও চিনির দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে।

    বিভিন্ন দোকানের মালিকরা বলেন, প্রতি কেজি রসমঞ্জুরী বানাতে সব মিলিয়ে ৩৫০ টাকার মতো খরচ হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি রসমঞ্জুরি ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    এ বিষয়ে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মকছুদার রহমান বলেন, একসময় রসমঞ্জুরীর স্বাদ শুধু এই জেলার মানুষই পেতেন। এরপর সেই স্বাদ ছড়িয়ে পড়ে দেশের অন্য জেলাগুলোতেও। এখনতো দেশের বাইরেও যাচ্ছে রসমঞ্জুরী।

    রাজা ও বাদশার মধ্যে পার্থক্য কী? ৯০% মানুষের কাছে উত্তর নেই

    এছাড়া গাইবান্ধা জেলাকে পরিচিত করতে তিনটি পণ্যকে দিয়ে ব্র্যান্ডিং করছে জেলা প্রশাসন। পণ্য তিনটি হলো রসমঞ্জুরী, মরিচ ও ভুট্টা। তিনটি পণ্য নিয়ে স্লোগানও তৈরি করা হয়েছে ‘স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ’।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৭৬ অনন্য গাইবান্ধার গাইবান্ধার রসমঞ্জুরী বছরেও বিভাগীয় রংপুর রসমঞ্জুরী সংবাদ স্বাদে
    Related Posts
    রেলওয়ে স্টেশনে মিলল

    রেলওয়ে স্টেশনে মিলল অজ্ঞাত যুবকের মৃতদেহ

    August 20, 2025
    কাভার্ডভ্যান চাপায়

    কাভার্ডভ্যান চাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

    August 20, 2025
    মুক্তিযোদ্ধার বাড়ির পাশে

    মুক্তিযোদ্ধার বাড়ির পাশে গ্রেনেড উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

    August 20, 2025
    সর্বশেষ খবর
    রোজায় শরীর ভালো রাখার উপায়

    রোজায় শরীর ভালো রাখার উপায়: সহজ টিপস

    মাথাব্যথা দূর করার দোয়া

    মাথাব্যথা দূর করার দোয়া: সহজ সমাধান!

    গ্রেপ্তার

    এবার নতুন মামলায় মেয়র আতিক-আইসিটি প্রতিমন্ত্রী পলক গ্রেপ্তার

    দুধের বিকল্প স্বাস্থ্যকর পানীয়

    দুধের বিকল্প স্বাস্থ্যকর পানীয়: সুস্থ জীবনের চাবিকাঠি!

    ৩ নম্বর সতর্ক সংকেত

    দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    রাগী অধ্যাপক

    মারা গেছেন সেই ‘থ্রি ইডিয়টস’-এ অভিনীত রাগী অধ্যাপক

    মানসিক চাপ কমানোর উপায়

    মানসিক চাপ কমানোর উপায়:জরুরি টিপস

    সবল প্রজন্ম

    যেকোনো পরিস্থিতিতে যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে

    আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল

    আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল: সাফল্যের মূল চাবিকাঠি

    ব্যক্তিগত উন্নয়নের সেরা বই

    ব্যক্তিগত উন্নয়নের সেরা বই:জীবন বদলে দিন আজই!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.