৭৮ বছর পেছনে রাইমা সেন!

রাইমা সেন

বিনোদন ডেস্ক : ক্যালেন্ডার অনুযায়ী এখন ২০২৪ সাল। তবে এই সময়ে থেকে প্রায় আট দশক পেছনে ফিরে গেলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন। সঙ্গে দর্শকদেরও দেখাতে চান সেই অতীতের উপাখ্যান। হ্যাঁ, ৭৮ বছর আগের এক ঘটনায় নির্মিত ছবি নিয়েই এবার পর্দায় হাজির হচ্ছেন সুচিত্রার নাতনি। যেটার নাম ‘মা কালী’।

রাইমা সেন

মঙ্গলবার (১২ মার্চ) রাতে ছবিটির একটি পোস্টার প্রকাশ করেছেন রাইমা। যেখানে দেখা যায়, একটি পুরনো জীর্ণ পত্রিকার ছবি। তাতে রাইমা, তার স্বামী ও দুই সন্তানের ছবি রয়েছে। আর শিরোনামে লেখা, ‘১৯৪৬ সালের ১৬ আগস্ট থেকে ঘোষ পরিবার নিখোঁজ’।

পোস্টারটি শেয়ার করে রাইমা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘৭৮ বছর আগের ঘোষ পরিবারের শেকড় মনে করিয়ে দিতে চাই। সেই কালজয়ী গল্পের ওপর নির্মিত ছবির পোস্টার উন্মোচন করা হলো। এই জার্নিতে আমাদের পাশে থাকুন। শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হবে।’

‘মা কালী’ নির্মাণ করেছেন বিজয় ইয়েলাকান্তি। এতে রাইমার সঙ্গে আছেন অভিষেক সিং। ছবিটিতে ১৯৪৬ সালের বিহার দাঙ্গার পটভূমি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ওই বছরের ১৬ আগস্ট কলকাতায়ও ভয়াবহ দাঙ্গা শুরু হয়। যাতে চার হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

এর আগে গত ৪ মার্চ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়েছিল। যেখানে রাইমার এমন রূপ ফুটিয়ে তোলা হয়, যার মুখের একপাশ মা কালীর মতো, অন্য পাশে হিজাব পরা মুসলিম নারী। পোস্টারটি নিয়ে কেউ কেউ সমালোচনাও করেছিলেন। তবে কর্ণপাত করেননি সংশ্লিষ্টরা। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১৪ মার্চ) মুক্তি পাচ্ছে রাইমা সেন অভিনীত নতুন সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’। নিত্য মেহরা নির্মিত সিরিজটিতে তার সঙ্গে আরও আছেন পূজা ভাট, জয়া হুসাইন, লাভলীন মিশ্র, মুকুল চাড্ডা প্রমুখ। এটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

সূত্র: বলিউড হাঙ্গামা