বিনোদন ডেস্ক : সম্প্রতি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা)-এর ৭৮তম আসর। এতে সর্বাধিক পুরস্কার পেয়ে বাজিমাত করেছে জার্মানির অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত সিনেমা ‘কনক্লেভ’ এবং যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। দুটি সিনেমাই চারটি করে পুরস্কার পেয়েছে। সেরা চলচ্চিত্রের পাশাপাশি অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘কনক্লেভ’।
এ ছাড়া রূপান্তরিত চিত্রনাট্য ও সেরা স¤পাদনা বিভাগের পুরস্কার জিতেছে ছবিটি। অন্যদিকে, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি কোর্বে। সেরা মৌলিক আবহ সংগীত ও সেরা চিত্রগ্রহণ বিভাগেও পুরস্কার পেয়েছে সিনেমাটি। ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমার মধ্য থেকে সেরা কাজগুলোকে স্বীকৃতি দিয়েছে এবার। টানা দ্বিতীয়বারের মতো বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট।
যেসব পুরস্কার দেয়া হয়েছে তা নিচে উল্লেখ করা হলো:
সেরা চলচ্চিত্র: কনক্লেভ।
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
সেরা পার্শ্ব অভিনেতা: কিয়ের্যান কালকিন (আ রিয়েল পেইন)।
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)।
সেরা পরিচালক: ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট)।
সেরা মৌলিক চিত্রনাট্য: আ রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)।
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)।
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজ (ফ্রান্স)।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ওয়ালেস অ্যান্ড গ্রমিট- ভেনজেন্স মোস্ট ফাউল।
সেরা মৌলিক আবহ সংগীত: দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ)।
সেরা চিত্রগ্রহণ: দ্য ব্রুটালিস্ট (লও ক্রোলি)।
সেরা পোশাক পরিকল্পনা: উইকেড (পল টেজওয়েল)।
সেরা স¤পাদনা: কনক্লেভ (নিক এমারসন)।
সেরা শিল্প নির্দেশনা: উইকেড (ন্যাথান ক্রাউলি, লি সানডেইলিস)।
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য সাবস্ট্যান্স (পিয়ের-অলিভিয়ের পেরসাঁ, স্টেফানি গিয়োঁ, ফ্রেদেরিক
আর্গুয়েলো, ম্যারিলিন স্কারসেলি)।
সেরা শব্দ: ডুন- পার্ট টু (রন বার্টলেট, ডাগ হেম্ফিল, গারেথ জন, রিচার্ড কিং)।
সেরা ¯েপশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন- পার্ট টু (পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, গেয়ার্ড নেফজা, রিস স্যালকম্ব)।
অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র: কনক্লেভ।
প্রাথমিকের ৫ ভাষার বইয়ের অনলাইন কন্টেন্ট-লেকচার তৈরি হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট): ডেভিড জনসন।
সেরা কাস্টিং: আনোরা।
সেরা প্রামাণ্যচিত্র: সুপারম্যান- দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি।
সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র: ওয়ালেস অ্যান্ড গ্রমিট- ভেনজেন্স মোস্ট ফাউল।
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: রক পেপার সিজারস।
সেরা ব্রিটিশ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ওয়ান্ডার টু ওয়ান্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।