রাজধানীর সাতটি কলেজকে একীভূত করে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–এর অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ শিক্ষা মন্ত্রণালয়ের সব পর্যায়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললেই খুব শিগগির অধ্যাদেশটি জারি হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া প্রণয়নের সময় অংশীজনদের যৌক্তিক প্রত্যাশা বিবেচনায় নেওয়া হয়েছে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মতো একটি কার্যকর কাঠামো গড়ে তোলাই ছিল মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। পুরো প্রক্রিয়ার অগ্রগতি ধারাবাহিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দেন। তবে অধ্যাদেশ জারি না হওয়ায় সম্প্রতি এসব কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।
২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


