আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০ দশমিক শূন্য। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিশেষজ্ঞরা বলেছেন যে ভূমিকম্পটি সকালে উপকূলীয় শহর ফার্নডেল থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে অনুভূত হয়।
এটি দক্ষিণের সান ফ্রান্সিসকো পর্যন্ত অনুভূত হয়েছিল। সেখানকার বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য একটি ঘূর্ণায়মান গতি অনুভব করেছিল। এরপরে ছোট ছোট একাধিক আফটারশক অনুভূত হয়।
এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে গেছেন। ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হামবোল্ট কাউন্টিতে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন।
ফার্নডেলের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পের পরে যে ভবনে তিনি ছিলেন, তার ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল প্রতিটি ঘরে যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।