জুমবাংলা ডেস্ক : জনশুমারি ও গৃহগণনা- ২০২১ প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হচ্ছে চলতি বছরের আসছে জুনে, যা চলবে মাত্র ৮ দিন। এ ক্ষেত্রে প্রথমবারের মতো ট্যাব ব্যবহার করা হচ্ছে। সে জন্য ৪৪৭ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা ব্যয়ে ৩ লাখ ৯৫ হাজার ট্যাব কেনা হবে। ১ হাজার ৭৬১ কোটি টাকার মূল প্রকল্পটি ২০১৯ সালের ২৯ অক্টোবর অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, প্রকল্পটির এই কাজ আগের মতো আইসিআর পদ্ধতিতে করতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছে। কিন্তু নতুন পরিচালক এসে সিদ্ধান্ত বদলে ডিজিটাল পদ্ধতিতে করার উদ্যোগ নেন। ফলে মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা, ডিপিপি অনুযায়ী সংশোধন করে কেনা জিনিসপত্র বাদ দিয়ে নতুন করে ট্যাব কেনার উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএসের এই প্রস্তাব ৩ দফা ফেরত দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চতুর্থবারে গত ৩ মার্চ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে অনুমোদন পায় এটি। সে সময় অর্থমন্ত্রী জানান, ট্যাবগুলো ওয়ালটনের কাছ থেকে কেনা হবে।
এ বিষয়ে বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম বলছেন, ডিজিটাল দেশের জনশুমারিতে ব্যবহৃত হবে ট্যাব। কাজ শেষে এগুলো সংরক্ষণ করা হবে, ২০২২ সালের অর্থনৈতিক শুমারিতে কাজে লাগানো হবে। এ ছাড়া বছরজুড়ে যেসব জরিপ ও সার্ভে হয়, তাতেও ট্যাবগুলো ব্যবহার করা যাবে।
জানা গেছে, ট্যাব ক্রয়ের এই টেন্ডারে অংশ নিয়েছে মাত্র দু’টি প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে ফেয়ার ইলেকট্রনিক্সকে প্রথম তিনবার সুপারিশ করা হয়, যা ফেরত আসে মন্ত্রিসভা কমিটি থেকে। চতুর্থবারে ওয়ালটনকে সুপারিশ করার প্রস্তাবটি অনুমোদন পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।