বিনোদন ডেস্ক : মুক্তির এক সপ্তাহ পার করে ফেলেছে ১৯৯০ সালের কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবিটি মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়ে পড়লেও ঠিকই বক্স অফিসের দৌড়ে চরম সফল হয়েছে।
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি মুক্তির ৮ দিনের মধ্যেই ১০০ কোটি ক্লাবের সদস্য হয়েছে। ইতোমধ্যে এই ছবি বক্স অফিস থেকে ১২০ দশমিক ৩৫ কোটি ব্যবসা করেছে।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ ছবিটি। অক্ষয়ের এই ছবির সময়ও ‘কাশ্মীর ফাইলস’-এর দাপট অব্যাহত। এমনকি বিবেকের এই ছবি মুক্তির অষ্টম দিনে সবচেয়ে বেশি আয় করেছে।
চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষকদের মতে, মুক্তির ১০ দিনের দিন এই ছবি ১৬০ কোটির বেশি সংগ্রহ করতে পারে। আধুনিক সময়ে ‘কাশ্মীর ফাইলস’ সবচেয়ে ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে একটি। তার কারণ ছবিটি নির্মাণ করতে মাত্র ১৫ কোটি রুপি খরচ হয়েছে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ নাকি ‘বচ্চন পাণ্ডে’? আয় বেশি কার
প্রথম দিন ‘কাশ্মীর ফাইলস’ ৬৩০ প্লাস স্ক্রিনে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহে স্ক্রিনের সংখ্যা বেড়ে চার হাজার হয়েছে।
সিনেমাটির বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। ১৯৯০ সালে তাদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ইতিহাসের ওপরই তৈরি হয়েছে সিনেমাটি।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, পুনীত ইসারসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।