প্রিয়াঙ্কা চোপড়া তখন একের পর এক প্রেম ভাঙার যন্ত্রণায় মুষড়ে পড়েছিলেন। চলচ্চিত্র পরিবার নয় বরং একেবারে উচ্চমধ্যবিত্ত চাকরিজীবী পরিবারের মেয়ে এ নায়িকা। অষ্টাদশী হতে না হতেই বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন। এরপর পাড়ি জমান বলিউডের আলো ঝলমলে দুনিয়ায়।
সিনেমার দুনিয়ায় জায়গা করে নিতে শুরুর দিকে অনেক লড়াই করতে হয়েছে প্রিয়াঙ্কাকে। একের পর এক সিনেমা করেছেন। কিন্তু একটিও সাফল্য লাভ করেনি। তার উপর গায়ের রং, চেহারা গড়ন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু প্রিয়াঙ্কা যেন দমে যাওয়ার মানুষ নন। শতবার পড়ে গেলেও বার বার উঠে দাঁড়াতে জানেন। কিছুটা বিরতি নিয়ে ক্যারিয়ারে গড়ে নেন। এরপরই সাফল্য ধরা দেয়।
কিন্তু প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনে চলে রক্তক্ষরণ। একের পর এক প্রেমে ভেঙেছে। ‘ঘরভাঙানি’ তকমাও তার ললাটে জুটেছে। বলিউড বাদশা শাহরুখ থেকে অক্ষয়- একাধিক বিবাহিত নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী নিজেই পরে স্বীকার করেছেন সম্পর্কে কষ্ট পেতে পেতে ‘পাপোশ’ হয়ে থাকতে হয়। আত্মসম্মান বলতে কিছু থাকে না।
এক সময় বলিউডে কোণঠাসা হতে শুরু করেন প্রিয়াঙ্কা। দীর্ঘদিনের পরিশ্রমে হিন্দি সিনেমার জগতের তৈরি করা জগত ছেড়ে হলিউডে যাত্রা করেন। সেখানেই তার সঙ্গে দেখা নিক জোনাসের। তাদের বয়সের পার্থক্য প্রায় ১১ বছরের। কিন্তু ভারতীয় অভিনেত্রীর প্রেমে হাবু ডুবু নিক। তিন মাসের আলাপেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুরুষকে। সেই নিক আসলে কে? তিনি কোন জাদুতে প্রিয়াঙ্কার মন জয় করলেন?
নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়ঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন। যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্ক যে শেষের পথে তা-ও ততদিনে বুঝে গিয়েছেন প্রিয়াঙ্কা। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা। নিক আসলে পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার’র সদস্য। নিকেরা তিন ভাই— জো, কেভিন ও নিক মিলেই ব্যান্ডটি তৈরি করেন। আমেরিকায় বেশ জনপ্রিয় ছিলেন তারা। যদিও এক সময় ব্যান্ড ছেড়ে বেরিয়ে যান নিক। নিজের মতো করে আমেরিকার টিভি সিরিজে কাজ করা শুরু করেন। তিনি পরে অবশ্য ব্যান্ডে ফিরেছেন। চুটিয়ে পুরো আমেরিকায় অনুষ্ঠানও করছেন।
যদিও প্রিয়াঙ্কা জীবনে আসার আগে ৮ জন প্রেমিকা ছিল নিকের। যার মধ্যে অন্যতম ছিলেন মাইরি সাইরাস, কেন্ডল জেনর ও সেলেনা গোমেজের মতো তারকারা। কিন্তু নিকের মন বাঁধা পড়ে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কাতেই। তার সঙ্গে সারাজীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। প্রিয়াঙ্কা একাধিকবার স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যের কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা জানান, স্বামী নিক আকর্ষণীয়। তার যৌন আবেদনে আকৃষ্ট হন প্রিয়াঙ্কা।
তবে জানা যায়, শৈশব থেকেই নিক ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগজনিত কিছু সমস্যাও রয়েছে তার। এমন সময় সহধর্মিণী হিসেবে পাশে থাকেন প্রিয়াঙ্কা। মুম্বাই ছেড়ে লস এঞ্জেলসে ঘর সাজিয়েছেন এ নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।