লাইফস্টাইল ডেস্ক : সন্তানের অবাধ্য আচরণের কারণে হতাশায় ভোগেন অনেক বাবা-মা। কোনও নির্দেশ দিলে না শোনা, অতিরিক্ত জেদ দেখানো, চিৎকার-চেঁচামেচি করা বা শিশুর অবাধ্য আচরণ করার পেছনে কিছু কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতিতে ধৈর্য্য না হারিয়ে যোগাযোগ বাড়াতে হবে শিশুর সঙ্গে। বুঝতে হবে কেন শিশু এই ধরনের আচরণ করছে। কোনও কোনও সময় শাসন করলে উল্টো বিগড়ে যেতে পারে পরিস্থিতি। জেনে নিন কোন কোন কারণে শিশু অবাধ্য আচরণ করতে পারে।
১. শিশুরা স্বাভাবিকভাবেই চঞ্চল হয়। ফলে খুব সহজে তারা মনোযোগ হারিয়ে ফেলে। এতে বাবা-মায়ের নির্দেশ অনেক সময় তারা মানতে পারে না। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই কথা না শুনে একই কাজ করছে তারা কিংবা অন্য কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
২. অতিরিক্ত স্ক্রিন টাইম দেওয়ার কারণেও শিশুরা অবাধ্য আচরণ করতে পারে।
৩. বয়সের তুলনায় বাবা-মায়ের নির্দেশ কঠোর হলে সেটা তারা মানতে পারে না।
৪. অনেক সময় শিশুরা স্বাধীনভাবে কাজ করতে চায়। ফলে বড়দের নির্দেশ বা আদেশ মানতে চায় না।
৫. তার প্রতি বাবা-মায়ের মনোযোগের অভাব আছে এমন মনে হলে মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য শিশু অবাধ্য আচরণ করতে পারে।
৬. উদ্বেগ বা স্ট্রেস থেকেও শিশু অবাধ্য আচরণ করতে পারে।
৭. ধারাবাহিকভাবে শিশুর দোষ ধরা বা বকাঝকা করার কারণে শিশু একগুঁয়ে হয়ে যেতে পারে।
৮. নির্দিষ্ট বয়সের শিশু বা টোডলার স্টেজের শিশুরা অবাধ্য আচরণ করতে পারে। এটি তাদের বেড়ে ওঠার স্বাভাবিক অংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।