বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোনের বদৌলতে আজকাল সবার হাতেই রয়েছে ক্যামেরা। তবে ক্যামেরা ধরে ক্লিক করলেই যে ভালো ছবি চলে আসবে এমন নয়। ছবি তোলা একটি শিল্প যা শিল্পীর কল্পনা এবং প্রযুক্তিগত দক্ষতার উপরে অনেকাংশে নির্ভর করে। শখেই ক্লিক করু বা পেশাগত প্রয়োজনে, কয়েকটি প্রয়োজনীয় ফটোগ্রাফি কৌশল শিখে রাখতে পারেন।
১.চমৎকার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করা যায় ফোনের ক্যামেরা দিয়েই। এফ/৮ এবং এফ/১৩ এর মধ্যে একটি ছোট অ্যাপারচার বেছে নিতে পারেন এই ধরনের ছবির জন্য।
২.ম্যাক্রো মোডে ছবি তুলতে পারেন। ব্যক্তি, ভবন, পাতা এবং অন্যান্য বস্তুর সূক্ষ্মতা ফুটিয়ে তুলবে এই মোড।
৩.স্মার্টফোনে ছবি তলার ক্ষেত্রে জুম ব্যবহার না করলেই ভালো করবেন। এতে ছবি অস্পষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
৪.ছবির উপযুক্ত ফ্রেম ব্যবহারের জন্য গ্রিড লাইন ব্যবহার করতে পারেন।। গ্রিড লাইনে অনুভূমিক এবং উল্লম্ব রেখার সামঞ্জস্য থাকে। তাই গ্রিড লাইন ব্যবহার করে উপযুক্ত ফ্রেম নির্বাচন করা যেতে পারে।
৫.প্রয়োজনে ট্রাইপড ব্যবহার করুন। তবে ট্রাইপড যেন নড়বড়ে বা দুর্বল না হয়।
৬.স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্যামেরা অ্যাপে ১৬:৯ বা ৯:১৬ কাঠামো ব্যবহার করা হয়। এ অনুপাত সাধারণত ভিডিওর জন্য ভালো। তবে মোবাইল ফটোগ্রাফির জন্য দৈর্ঘ্য ও প্রস্থে ৪:৩ বা ৩:৪ কাঠামো ব্যবহার করতে হবে।
ওপেনিংয়ে নেমে ১৩৭ বলে ০ রান করে ফেসবুকে ভাসছেন ফ্রেন্ড রিকোয়েস্টে
৭.ফোনে ছবি তলার ক্ষেত্রে প্রাকৃতিক আলো ব্যবহারের চেষ্টা করুন। সূর্যোদয়ের পরের এবং সূর্যাস্তের আগের ৩০ মিনিট সময়কে কাজে লাগানো যেতে পারে। এ সময়কে ছবি তোলার গোল্ডেন আওয়ার বলা হয়। দুপুর ১২টার পর এবং বিকেলে উজ্জ্বল আলো পাওয়া যায়। এ সময় ল্যান্ডস্কেপ ছবি ভালো আসে।
৮.ছবি সম্পাদনার জন্য অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে ছবির গুনগত মান উন্নত করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।