বিনোদন ডেস্ক : বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। বাবাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানই হয়ে ওঠে তাদের অভিভাবক। বাবারাও বাধ্য শিশুর মতোই সন্তানের শাসন উপভোগ করে। অন্য সব বাবাদের মতো টালিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকও মেয়ে কোয়েল মল্লিকের বাধ্য ছেলে হয়ে উঠেছে।
বাবা দিবসে ‘বাবার মা’ হয়ে ওঠার গল্পই শুনিয়েছেন কোয়েল। তিনি জানান, ‘একটা বয়সে বাবারা যেমন বন্ধু হয়ে যায়, তেমনই বয়সকালে মেয়েরা বাবাদের মা হয়ে ওঠে। বাবাদের দিকে একটু কড়া নজর রাখতে হয়। আমার ক্ষেত্রেও তেমনই। এখন রীতিমতো বাবাকে আমার কাছে জবাবদিহি করতে হয়।’
কোয়েল আরও বলেন, ‘এক সময় বাবা আমাকে লুকিয়ে সিগারেট খেত। আমি তার সিগারেট খাওয়া একদমই পছন্দ করতাম না। আট বছর আগে বাবা সেই অভ্যাস ছেড়ে দিয়েছে।’
নিজের শাসনের আধিপত্য বুঝাতে নায়িকা জানান,‘‘এখন কিছু এদিক ওদিক হলেই মা বলে, ‘দাঁড়াও কোয়েলকে বলছি।’ একটা ধমকানোর জায়গা হয়ে গেছে।’’
কোয়েল নিজেও মা হয়েছেন। তার একমাত্র ছেলে কবীর। ছোট্ট কবীর আর বাবা রঞ্জিত মল্লিককে শাসনে রেখে খুশিতেই দিন পার হচ্ছে তার। কোয়েল জানান, ‘আমি ছোটবেলায় খুব বাধ্য মেয়ে ছিলাম। সব কথা শুনতাম। কবীর এখন খুবই ছোট। ও (কবীর) অবশ্যই আমার কথা শোনে। কিন্তু কতবার বলার পর শোনে, সেটা একটা ব্যাপার! একেবারে আমার বাবার মতোই!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।