বিনোদন ডেস্ক : বাংলা ইউটিউব নাটকের জনপ্রিয়তায় নতুন ইতিহাস গড়েছে নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’। মাত্র ১১ মাসে ভেঙে দিয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত নাটক ‘বড় ছেলে’র দীর্ঘদিনের রেকর্ড।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। আট বছর ধরে ইউটিউবে এটি ছিল সর্বাধিক ভিউপ্রাপ্ত নাটক, যার মোট ভিউ ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার।
অন্যদিকে, মহিন খান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ মুক্তি পায় ২০২৪ সালের ৯ এপ্রিল। ১১ মাসে নাটকটি পেয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ভিউ, যা ভেঙে দিয়েছে বড় ছেলে’র রেকর্ড।
বড় ছেলে নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার বাস্তবতাভিত্তিক প্রেমের গল্প তুলে ধরা হয়। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া রাশেদের জীবনসংগ্রাম ও নিস্ফল প্রেম এই নাটকটিকে এনে দেয় ভিন্নমাত্রা।
অন্যদিকে, শ্বশুর বাড়িতে ঈদ নাটকে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে আসা জামাইকে কেন্দ্র করে কমেডি ঘরানার নানা ঘটনার আবর্তন দেখা যায়। কিপটে শ্বশুর, ঈদের খরচ ও সামাজিক বার্তা—সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা।
নাটকের পরিচালক মহিন খান বলেন, ‘নাটকটিতে ঈদের আনন্দের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়েছে হালকা-ফুলকা হাস্যরসের মাধ্যমে। দর্শক সেটাই পছন্দ করেছেন।’
শ্বশুর বাড়িতে ঈদ-এ নিলয়ের সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, তারিক আনাম খান, সাবেরি আলমসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।