জুমবাংলা ডেস্ক : ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৮০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে মনপুরার ঈশ্বরগঞ্জসংলগ্ন বালুর চরে কচ্ছপটি পাওয়ায় যায়। উদ্ধার হওয়া ওই কচ্ছপটি দখিনা হাওয়া সমুদ্র সৈকতসংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
পচাঁকোড়ালিয়া বিটের কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে। বিশাল আকৃতির এমন কচ্ছপ সাধারণত দেখা যায় না।
তবে তিনি ধারণা করছেন, ওই কচ্ছপটি ডিম ছাড়তে বালুর চরে এসে আটকা পড়তে পারে। গত কয়েকদিনে মনপুরায় বিরল প্রজাতির ৬টি কচ্ছপ উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।