৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়

ঝড়

জুমবাংলা ডেস্ক : ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ৯ জেলার ওপর দিয়ে বৃষ্টি/বজ্রসহ অস্থায়ীভাবে এই ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়

সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এ সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পদ্মফুল ফুটতে শুরু করেছে শ্রীমঙ্গলের হাইল হাওরে

সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) সামান্য পরিবর্তন হতে পারে এবং পাঁচ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।