সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেককে বিশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর ১২টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম।
জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে- মানিকগঞ্জ সদর উপজেলার মেসার্স জামাল এন্ড সন্স, মেসার্স অসীম ট্রেডার্স, এ রহমান এন্ড কোং ও মেসার্স আব্দুল মালেক ব্রিকস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম জানান, ইট প্রস্তত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় ৪টি ইটভাটাকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ ইউসুফ আলী জানান, অবৈধ ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। একইসাথে জরিমানাকৃত ইটভাটাগুলোকে ৩০ দিনের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ অথবা আইন অনুযায়ী গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের মুচলেকা গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম সামিউল আলম কুরসী, পরিদর্শক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।