৮০ বছর বয়সেও এই বদভ্যাসটি রয়েছে অমিতাভের

Amitabh Bachchan

বিনোদন ডেস্ক : তারকাদের বিভিন্ন স্বভাবের কথা প্রায়ই জানা যায়। যেমন, কিংবদন্তী তারকা তনুজার বই ধার নিয়ে ফেরত না দেওয়ার স্বভাব। তবে এবার কথা হচ্ছে ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন এর। কারণ ১১ ই অক্টোবর আশি বছর বয়সে পা দিলেন অমিতাভ।

Amitabh Bachchan

রীরের উপর দিয়ে বয়ে গিয়েছে করোনা ঝড়। গত ৯ই অক্টোবর জন্মদিনের প্রাক্কালে মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত ফিল্ম ‘গুডবাই’। বরাবরের মতো স্পটলাইট কেড়েছেন বিগ বি। 11 ই অক্টোবর সম্প্রচারিত হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ -র বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন অভিষেক বচ্চন ও জয়া বচ্চন। সব মিলিয়ে অমিতাভের এই বছরের জন্মদিন স্পেশ্যাল হয়ে উঠেছে। তবে মজাদার বার্তা দিয়েছেন অমিতাভের নাতি, অগস্ত্য নন্দা।

এদিন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অডিও-ভিস্যুয়াল বার্তা দিয়েছেন অগস্ত্য। তিনি আশাবাদী, একদিন তিনি তাঁর দাদুকে গর্বিত করবেন। মজা করে অগস্ত্য বলেছেন, এখনও ভাবা যায় না, অমিতাভ আশি বছরের বৃদ্ধ। কারণ তিনি এখনও অগস্ত্যর জামা ও জুতো চুরি করেন। তবে এবার অগস্ত্য সেগুলি ফেরত চান। অগস্ত্যর কথা শুনে হেসে ফেলেন দর্শকরা। ওদিকে তখন অমিতাভও হাসছেন।

অপরদিকে অমিতাভের নাতনি নভ্যা নভেলি নন্দা। অমিতাভের জন্মদিনে দাদুর সাথে নিজের শৈশবের ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নভ্যা লিখেছেন অমিতাভের বিখ্যাত ফিল্ম ‘অগ্নিপথ’-এর ডায়লগ। এছাড়াও নভ্যা তাঁর দাদুর জন্য দিয়েছেন বিশেষ বার্তা। তিনি বলেছেন, তাঁর দাদু তাঁর বন্ধু। অমিতাভ তাঁদের শিখিয়েছেন পরিবারের অর্থ। দাদুকে ভালোবাসেন নভ্যা।

কাছে পেতে যে টাকা লাগবে তা দেবার সাধ্য আপনার নেই : স্বস্তিকা

অগস্ত্য ও নভ্যা, অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন এর সন্তান। খুব শীঘ্রই জোয়া আখতার নির্মিত ফিল্ম ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন অগস্ত্য।