বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিগত কয়েক মাস ধরে স্মার্টফোনের ব্যাটারি ডিপার্টমেন্টের যথেষ্ট উন্নতি ঘটেছে। নতুন টেকনোলজির দৌলতে বিভিন্ন ব্র্যান্ড ওজন এবং আকার না বাড়িয়েই আগের চেয়ে শক্তিশালী ব্যাটারি তৈরি করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাজারে 6,000mAh থেকে 7,000mAh পর্যন্ত ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ হতে দেখা যাচ্ছে। নতুন আপডেটের মাধ্যমে 8,000mAh ব্যাটারি টেস্টিঙের কথা জানা গেছে। এটি সম্ভবত OPPO এবং OnePlus ব্র্যান্ডের হতে পারে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
OPPO এবং OnePlus এর 8,000mAh ব্যাটারি (লিক)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী 8,000mAh ব্যাটারি টেকনোলজির টেস্টিং শুরু হয়ে গেছে।
টিপস্টার নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি, তবে তিনি “ওমেগা ল্যাবস” এর নাম নিয়েছে। এটিকে OPPO এবং OnePlus এর সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
8,000mAh ক্যাপা সিটির ব্যাটারিতে 80W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন এই ব্যাটারিতে 15% হাই সিলিকন ম্যাটেরিয়াল থাকবে। ফলে এর এফিসিয়েন্সি এবং লাইফস্প্যান আরও বাড়তে পারে।
টিপস্টার আপাতত 8,000mAh ব্যাটারি টেকনোলজি সম্পর্কে বেশি কিছু শেয়ার করেননি। তবে এই প্রথম এই ধরনের খবর প্রকাশ্যে এল, এমনটা কিন্তু নয়। গত বছর ডিসেম্বর মাসে শোনা গিয়েছিল OnePlus 7,000mAh ব্যাটারি টেকনোলজি নিয়ে কাজ করছে। একইসঙ্গে Realme এর 8,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং ফিচারের কথাও জানা গিয়েছিল।
তথাকথিত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ OnePlus 13 Mini স্মার্টফোন সম্পর্কে সম্প্রতি জানা গেছে এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হবে। টেক জগতে আরও শোনা যাচ্ছে এই বছরের দ্বিতীয়ার্ধে আসন্ন OnePlus ফোনে 6,000mAh থেকে 7,000mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া হবে।
এইসব তথ্য দেখে ধারণা করা হচ্ছে আগামী দিনে OPPO এবং OnePlus ব্যাটারি ডিপার্টমেন্টে বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে।
বর্তমানে চীনে OnePlus Ace 5 ফোনে 6,415mAh ব্যাটারি (গ্লেশিয়ার ব্যাটারি টেকনোলজি) রয়েছে এবং ফ্ল্যাগশিপ OnePlus 13 ফোনে 6,000mAh সেল যোগ করা হয়েছে। OPPO Find X8 Pro ফোনে 5,910mAh সেল এবং OPPO Reno 13 Pro ফোনে 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও কিছু দিন আগে চীনে 7,000mAh ব্যাটারি সহ Realme Neo 7 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।