বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Realme GT Neo 3T ফোনটি লঞ্চ হল প্রতিবেশী দেশ ভারতে। আদতে এই ফোনটি Realme GT Neo 3 এর টোনড ডাউন ভার্সন। তবে এই নতুন ফোনের সঙ্গে তার আগের ভার্সনের ডিজাইনের সঙ্গে বেশ মিল রয়েছে তবে ফিচার এবং স্পেসিফিকেশনে রয়েছে বেশ কিছু পরিবর্তন।
এই ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm প্রসেসর সঙ্গে আছে 80W ফাস্ট চার্জিং এর সুবিধা। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে এই ফোনের সঙ্গে রয়েছে তিনটি রঙের অপশনও। গ্রাহকরা এর মধ্যে থেকে নিজেদের পছন্দের মডেল বেছে নিতে পারেন। এই ফোনের দাম কত?ভারতে Realme GT Neo 3T লঞ্চ হয়েছে 29,999 টাকায়। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের, তার মধ্যে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 29,999 টাকা।
অন্যদিকে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 31,999 টাকা। এবং টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 33,999 টাকা।
ভারতে Flipkart, Realme এর অনলাইন এবং অফলাইন স্টোরে গ্রাহকরা এই ফোনটি আগামী 23 সেপ্টেম্বর থেকে কিনতে পারবেন। Realme কোম্পানির তরফে জানানো হয়েছে প্রথম দিন তিনটি ফোনের উপরেই দেওয়া হবে 7,000 টাকা অবধি ছাড়।
GT Neo 3T এই ফোনে কী ফিচার আছে?
120 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.62 ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে আছে এই ফোনটিতে, যেখানে গ্রাহকরা পাবেন 360 HZ টাচ স্যাম্পলিং রেট। 1300নিট হচ্ছে এই ফোনের সর্বোচ্চ ব্রাইটনেস। Qualcomm Snapdragon 8705G প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোনটি। প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর সহ মোট তিনটি রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। বাকি দুটি ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও এই ক্যামেরায় গ্রাহকরা পাবেন বেশ কিছু আকর্ষণীয় মোড যেমন সুপার নাইটস্কেপ মোড, স্ট্রিট ফটোগ্রাফি মোড, ইত্যাদি। অ্যান্ড্রয়েড 13 আপডেট পেয়ে যাবে এই ফোনটি আগামী অক্টোবর মাসে।
এছাড়াও এই ফোনে রয়েছে 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ দারুন শক্তিশালী 5000mAh এর একটি ব্যাটারি। সংস্থার তরফে দাবি করা হচ্ছে যে মাত্র 12 মিনিটেই নাকি এই ফোনটি 0 থেকে 50% চার্জ তুলে ফেলতে পারবে। WiFi ডুয়াল চ্যানেল এবং 5G সাপোর্ট রয়েছে এই ফোন কানেকটিভিটির জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।