বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ফ্যানদের জন্য এই মাসটি অত্যন্ত খুশির হতে চলেছে। আগামী 27 মে কোম্পানি ভারতে তাদের ‘GT 7’ সিরিজের অধীনে realme GT7 এবং realme GT 7T স্মার্টফোন লঞ্চ করা হবে। এর মধ্যে realme GT 7T ফোনটির দাম লঞ্চের আগেই লিক হয়ে গেছে। এই ফোনটির মেমরি ভেরিয়েন্ট এবং দাম টিপস্টারের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
টিপস্টার পারস গুগলানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে realme GT 7T ফোনের দাম শেয়ার করা হয়েছে। লিকে বলা হয়েছে, এই 5G ফোনটি 8GB RAM এবং 12GB RAM অপশনে পেশ করা হবে।
এর সঙ্গে এই ফোনে 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটির প্রাথমিক দাম 34,999 টাকা এবং টপ মডেলের দাম 39,999 টাকা রাখা হবে বলে জানানো হয়েছে।
অন্য একটি লিক অনুযায়ী, এটি এই ফোনের বক্স এমআরপি হতে পারে। অর্থাৎ realme GT 7T ফোনটি এর থেকেও সস্তায় সেল করা হতে পারে। আমরা মনে করছি কোম্পানির অফারে এই ফোনটি 29,999 টাকা প্রাথমিক দামে সেল করা হবে। একইভাবে ফোনটির টপ মডেলের সেলিং প্রাইস 36,999 টাকা হতে পারে। তবে ফোনটির সঠিক দাম জানার জন্য আমাদের 27 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
realme GT 7 সিরিজের লঞ্চ ডিটেইলস
27 মে কোম্পানির পক্ষ থেকে realme GT 7 সিরিজ লঞ্চ করা হবে। এই দিন ফ্রান্সের প্যারিস শহরের মাধ্যমে এটি গ্লোবাল লঞ্চ আয়োজন করা হবে। এই গ্লোবাল ইভেন্টের মঞ্চ থেকেই realme GT7 এবং realme GT 7T ফোনদুটি ভারতে লঞ্চ করা হবে।
27 মে ভারতীয় সময় দুপুর 1টা বেজে 30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং শপিং সাইট আমাজনে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।
Realme GT 7 ফোনের স্পেসিফিকেশন (চীন)
6.78″ 144Hz 1.5K OLED Display
MediaTek Dimensity 9400+
50MP Dual Rear Camera
16MP Selfie Camera
7,000mAh Battery
100W Fast Charge
ডিসপ্লে
Realme GT 7 ফোনটিতে 2800×1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। BOE Q10 লিউমিনাস ম্যাটেরিয়াল ডিসপ্লেতে 6500 নিটস লোকাল পিক ব্রাইটনেস এবং 1800 নিটস গ্লোবাল ব্রাইটনেস দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি ইন্ডাস্ট্রির প্রথম 4608Hz আল্ট্রা হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং স্ক্রিন। ফোনটির ফ্রেমিং অত্যন্ত পাতলা মাত্র 1.3mm আল্ট্রা ন্যারো বেজাল রয়েছে।
পারফরমেন্স
প্রসেসিঙের জন্য Realme GT 7 ফোনটিতে nm আর্কিটেকচারের তৈরি লেটেস্ট 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে Immortalis-G925 GPU এবং Realme এর GT পারফরমেন্স ইঞ্জিন 2.0 রয়েছে।
কোম্পানির ফোনটিতে চিপ-লেভেল কোর টেকনোলজি, Skycom Communication System 2.0 এবং ইন্ডাস্ট্রির প্রথম e-sports নেটওয়ার্ক চিপ ব্যাবহার করেছে, এর ফলে AI সিগন্যাল ট্র্যাকিঙের মাধ্যমে উন্নত নেটওয়ার্ক সার্ভিস উপভোগ করা যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনটিতে দারুণ সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে। রেয়ার ক্যামেরার সাহায্যে 4K 60fps ভিডিও রেকর্ডিং করা যাবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7200mAh বড় Titan ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 19 মিনিটে 50% পর্যন্ত চার্জ হতে সক্ষম।
অন্যান্য ফিচার
Realme GT 7 ফোনটিতে Hi-Res অডিওসহ স্টেরিও স্পিকার, USB Type-C পোর্ট এবং ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটি IP68 ও IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটিতে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং মাল্টি-ব্যান্ড GNSS সাপোর্টের মতো লেটেস্ট কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।