বিনোদন ডেস্ক : চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। ফক্স নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আর এক মাস পরেই ৮৩ বছর বয়সী এই অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ প্রথম সন্তানের জন্ম দেবেন।
গত বছর পাচিনোর ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে। বছর ঘুরতে না ঘুরতেই এবার সুখবর দিলেন গডফাদারখ্যাত এ অভিনেতা। নুর আলফাল্লাহ পেশায় সিনেমার প্রযোজক।
আরও পড়ুন: ৭৯ বছর বয়সে সপ্তম সন্তানের বাবা হলেন অভিনেতা রবার্ট ডি নিরো
আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর সাবেক প্রেমিকা। তার আরও এক সাবেক প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো জন্ম দিয়েছেন যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার।
কোন জিনিসটা মেয়েদের লম্বা আর ছেলেদের ছোট হয়? অনেকেই জানেন না
গডফাদার সিরিজ ছাড়াও আল পাচিনো অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’সহ হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।